C DA future খুবই দুংখ পাইলাম আমিরিকার ওকলাহোমায় টর্নোডেতে ৯১ জনের মতো মানুষের মুত্যু হইছে। প্রশান প্রচন্ড দায়িত্বহীনতার পরিচয় দিছে্। আমাদের ”সেক্রেটারী অব স্টেট” এবং ওয়াশিংটনে নিযুক্ত রাষ্টদূত এখনো কেন ওবামা প্রশাসনকে তাদের দায়িত্ব হীনতার কারনে ভৎর্ষণা করছে না । এতো বড় “মহাসেন” আমাদের পাশ দিয়ে গেল তাও দুই ডজনের উপর লোক মরতে দেই নাই আর কিনা সামান্য টর্নেডো। রাষ্ট্রদুতের উচিত এখনোই ওবামা প্রশাসনকে বলা, এই ভাবে ”সামান্যে” এক টর্নোডেতে এত মানুষ মারা গেলে আমারা স্বল্প মুজুরিতে উৎপাদিত তৈরী পোষাক রপ্তানি বন্ধ করে দিব।
তাদেরকে আরও মনে করিয়ে দেয়া, তোমরা অনেকদিন যাবত বায়িং ক্যাপাসিটি হারায় ফেলছো যে কারনে আমরা কম দামে পোষাক দেই, যাতে তোমরা ভালো থাকো। কিন্ত ভালো থাকার এই নমুনা । আমাদের আরও সার্মাথ্যে থাকলে আরও অনেক কিছু কম দামে দিতাম, চাইছিলাম বিনা পয়সায় গ্যাস দিতে তাও নিচ্ছো না। আমরা খুবই হতাশ।
গুলশান কুমারের বাসায় ত্রান নেওয়ার ব্যবস্থা হইছে, সবাই যা পারেন দিয়ে আসেন ।
স্পেশালী “অলিম্পিক” বিস্কুট যেটা দুধ দিয়ে তৈরী। আরও কিছু লাগলে পরে আপডেট করা হবে।
(ভাবতেই ভালো লাগছে) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।