আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসক শেজাদী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিএমএ নেতাকর্মী ও কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএমএ এর কেন্দ্রীয় সহ-সভাপতি মহসিন উজ্জামান চৌধুরী, জেলা সভাপতি গোলাম মহিউদ্দিন দীপু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কে এ মান্নান প্রমুখ।
বক্তারা বলেন, শেজাদী আপসার মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার করতে হবে।
সেইসঙ্গে পারিবারিক, সামাজিক ও কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থার দাবি জানান তারা।
গত ১৩ মে কুমিল্লা সেনানিবাসে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল সফিকুল ইসলাম স্ত্রী শেজাদী আপসাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
এ ঘটনায় ১৬ মে সফিকুল ইসলামকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে কুমিল্ল¬া কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই ডা. মো. জাভেদ। 
শেজাদী আপসা বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের ২৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি নরসিংদীর সদর উপজেলার মৃত শাহজাহান মিয়ার মেয়ে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.