আমাদের কথা খুঁজে নিন

   

সেকি জানে ?

.........

বারান্দায় দাঁড়িয়ে আমি, একা, শুধু একা, উত্তরের বাতাসে আমার মন করে ভার, সেকি জানে, জানে কি সে? মনে আজ পড়ছে কত কথা তার । নিশ্চুপ দাঁড়িয়ে দেখছি ভোর, দু' চোখে নেই ঘুম, তবুও কি সে জানে, আজ আমার হৃদয়ে কত কথা তার । আজ এই ভোরে দেখছি মেঘের খেলা, কত নিশ্চুপ নি:শ্বব্দ এ শহর, আমার মনের অশ্রু কি সে বুঝতে পারে? তবু কেন সে আজ রয় তারা হয়ে আকাশে, সে কি জানে না, হৃদয়ে আমার জমা কত কথা তার । [ আমি কবি নই, মনের না বলা কথাগুলোই লিখলাম শুধু। যার জন্য লেখা সে আজ পৃথিবীতেই নেই ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।