তবে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন এখনই হচ্ছে না বলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন।
মঙ্গলবার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, রোজার আগেই নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন ও কিশোরগঞ্জ-৪ আসনের উপ নির্বাচন হবে। সে অনুযায়ীই সময়সূচি নির্ধারণ করা হবে।
কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ আব্দুল হামিদ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেয়ায় ওই আসনটি শূন্য হয়।
এদিকে আইনি বাধা কাটলেও সুলতানগঞ্জের ১৩টি এলাকা নিয়ে নতুন জটিলতা এড়াতে এখনই ডিসিসির তফসিল দিতে চায় না কমিশন।
কমিশনার বলেন, এ বিষয়ে পরিপূর্ণ ব্যাখ্যা জানতে স্থানীয় সরকার বিভাগকে ফের চিঠি দেয়া হবে।
“ডিসিসির তফসিল ঘোষণা হলেই আটকে যেতে পারে এ নির্বাচন। এতে করে জাতীয় নির্বাচনের আগে আর ডিসিসির দুই ভাগে নির্বাচন করা সম্ভব নাও হতে পারে। ওই ১৩টি এলাকা বাদ দিলে আইনের ব্যত্যয় ঘটবে। এক্ষেত্রে কিছু সময় বেশি লাগলেও সীমানা পুননির্ধারণ করে বা আইনগত জটিলতা দূর করে ইসি তফসিল ঘোষণা করতে চায়।
”
সিটি করপোরেশনভুক্ত নতুন ১৩টি এলাকাকে ওয়ার্ডভুক্ত করার বিষয়ে করণীয় নির্ধারণে গত ৯ মে স্থানীয় সরকার বিভাগের মতামত চায় ইসি সচিবালয়। জবাবে সুলতানগঞ্জের ওই ১৩টি এলাকাকে ওয়ার্ডভুক্ত না করেই ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের অনুরোধ জানায় স্থানীয় সরকার বিভাগ।
এর আগে গত বছরের এপ্রিলে ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ওই বছরের ২৪ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও একটি রিট আবেদনে আদালত এর ওপর স্থগিতাদেশ দেয়। গত ১৩ মে সেই রিট খারিজ করে হাই কোর্ট স্থগিতাদেশ প্রত্যাহার করলে আইনি বাধা কাটে।
২০০৭ সালের মে মাসে অবিভক্ত ডিসিসির নির্বাচনের মেয়াদ শেষ হয়। ২০১১ সালের নভেম্বরে ৫৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণ ও ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তর নামে দুই ভাগ হয় ডিসিসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।