প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে
আমরা যখন মশা মারি
মরার পরেও ঘষা মারি
কারন তারা রক্ত খাবে
বিরক্তিকর গান শোনাবে
ঘ্যান ঘ্যানা ঘ্যান
প্যান প্যানা প্যান
ঘ্যান ঘ্যানা ঘ্যান ঘ্যানা
এমনতরো বদের হাড়ি
আমরা কি আর সইতে পারি?
তাইতো আমরা মশা মারায়
সাহসী বীর সেনা।
পাচ্ছে তো খুব হাসি?
অন্য কথায় আসি
দেশের ভেতর মশার মত
মানুষ আছে কত শত
সুযোগ পেলে তারা তোমার
দেহের উপর ব'সে
আরো বেশি রক্ত খাবে
মন ভুলানো গান শুনাবে
মশার মত তাদেরওকি
মারবে ঘষে ঘষে?
মারতে যদি পারো
তবেই তুমি সাহসী বীর
দেশেরও,আমারো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।