আমাদের কথা খুঁজে নিন

   

♫♫♫জানি - মিনার (ডানপিটে এলবামের একটা গান। লিরিক্স এবং ডাইরেক্ট রিজিউমেবল ডাউনলোড লিংকসহ...)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

গানটা গতকাল রাত্রে শুনেছিলাম।

তখন রাত প্রায় ১:০০টা বাজে। ঘুম আসছিল না। তাই রেডিওতে কি হচ্ছিল দেখছিলাম। তখন গানটা হচ্ছিল। আগেও শুনেছি।

কিন্তু তেমন একটা ভাল লাগেনি। কিন্তু গতকালকে রাত্রে খেয়াল করলাম গানটা বেশ ভাল লাগছে। তাই লিরিক্স লিখে ফেললাম। এখন শেয়ার করছি আপনাদের সবার সাথে। লিরিক্স::: জানি তুই একলা পথের পথিক হয়ে হাটবিনা, জানি তুই আমায় ভালবাসবিনা; জানি তুই একটা গানের গায়েন হয়ে গাইবিনা গান, জানি তুই স্বপ্ন হয়ে ভাসবিনা।

জানি তুই একলা পথের পথিক হয়ে হাটবিনা, জানি তুই আমায় ভালবাসবিনা; জানি তুই একটা গানের গায়েন হয়ে গাইবিনা গান, জানি তুই স্বপ্ন হয়ে ভাসবিনা। জানি তুই রৌদ্র হয়ে আকাশটাকে ছুঁয়ে দিবি, বৃষ্টি হয়ে ঝরে পড়বি; চিলেকোঠার ঐ বারান্দাটাতে দাড়িয়ে, ঘুম ভাঙ্গানোর গান গাইবি। জানি তুই রৌদ্র হয়ে আকাশটাকে ছুঁয়ে দিবি, বৃষ্টি হয়ে ঝরে পড়বি; চিলেকোঠার ঐ বারান্দাটাতে দাড়িয়ে, ঘুম ভাঙ্গানোর গান গাইবি। জানি তুই জোছনা রাতে চুপটি বসে থাকবিনা, জানি তুই একা বসে কাঁদবিনা; জানি তুই অন্ধকারের অন্ধ ঘরের একটি কোণে, নিঃস্ব হয়ে জেগে থাকবিনা। জানি তোর কষ্টগুলো অশ্রু হয়ে ঝরবে শুধু, স্বপ্ন হয়ে গান গাইবেনা; চিড়ে ধরা ভালবাসা একলা পড়ে রইবে জানি, মেঘেদের দল ছুটে চলবেনা।

জানি তোর কষ্টগুলো অশ্রু হয়ে ঝরবে শুধু, স্বপ্ন হয়ে গান গাইবেনা; চিড়ে ধরা ভালবাসা একলা পড়ে রইবে জানি, মেঘেদের দল ছুটে চলবেনা। ডাইরেক্ট ডাউনলোড লিংক::: এখানে ক্লিক করুন। ডাউনলোড শুরু হয়ে যাবে... ডাউনলোড না করে শুনতে চাইলে এখানে ক্লিক করুন... ডানপিটে এলবামের অন্য গানগুলোর জন্য এখানে ক্লিক করুন...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.