বাংলাদেশ বিমানের বিভিন্ন খাতে ৭০০ কোটি টাকার দুর্নীতির হদিস পেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন-মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সদস্য মইনুদ্দিন খান বাদল সাংবাদিকদের বলেছেন, বিমান কর্তৃপক্ষ চায় না এসব দুর্নীতির তদন্ত হোক। সে জন্যই তারা দুর্নীতির তদন্তকাজে আমাদের সহযোগীতা করছে না।' কমিটির প্রতিটি সদস্যদের উদ্দেশ্যে বলছি আপনারা পরবেন না। কারণ আপনারা দুর্নীতি দমন কমিশনটাকেই কাগুজে বাঘ বানিয়ে ফেলেছেন। এর চেয়ে বিমান কর্তৃপক্ষ-কে জনতার হাতে তুলে দিন। দেখবেন, জনতাই তাদের কি সুন্দর সাইজ করে দিচ্ছে। ঐ টাকা কি শালারা তাদের বাপের বাড়ী থেকে এনেছিল যে তা দিয়ে যা ইচ্ছে তাই করবে ? বিমান কর্তৃপক্ষের সবকটি পালের গোদাকে ঢাকা শহরের বস্তি এলাকার ময়লা সাফ করতে পাঠান আর ঐ স্থলে নতুন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করুনকারণ সত্যিকার অর্থেই দেশের উন্নতকামী বহু তরুণ চাকুরী না পেয়ে দিনকে দিন হতাশার সমুদ্রে খাবি খাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।