ঠিকাদারদের গাফিলতিতে হাওরের ফসল ডুবে গেছে বলে ২৯ এপ্রিল, ২০১০ ইং-এর দৈনিক প্রথম আলো খবর পরিবেশন করেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে ঐ ফসল-খেকো ঠিকাদাররা নাকি যথেষ্ট প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের রয়েছে নানা রকমের সম্পর্ক। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। কিন্তু তাদের এই গাফিলতির মাশুল দেবে কে ? আইন-আদালত এদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। কারণ টাকা খেয়ে কিছু বদমাশ উকিল নানা বাক্যের জালে আদালতকে প্রভাবিত করে ওখান থেকে তাদের ছাড়িয়ে যে নেবে, এতে কোনই সন্দেহ নেই। এদের বিরুদ্ধে নেতাদের কাছে গিয়েও লাভ নেই কেননা নেতারা ত আগেভাগেই টাকা খেয়ে বসে আছে। সুতরাং ঐ সকল দানবদের গাফিলতির জন্য যাদের ফসল জলের নীচে তলিয়ে গেছে আর ঐ ক্ষতির ফলে যাদেরকে বাজার থেকে চড়া দামে চাল কিনতে হবে আর যাদেরকে অনাহারে-অর্ধাহারে কাটাতে হবে, এরা সবাই মিলে ঐ দানবগুলোর নির্মূলে এগিয়ে আসুন। এটা দেখে ভবিষ্যতে ঐ দানবের বংশগুলো অন্ততঃ হুঁশিয়ার হতে পারে জনগণের প্রাণ নিয়ে খেলতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।