আমাদের কথা খুঁজে নিন

   

আপনার এন্ড্রয়েডের জন্য নিন কিছু জনপ্রিয় মোবাইলের ডিফল্ট লাইভ ওয়ালপেপার

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   এন্ড্রয়েড স্মার্টফোন যারাই চালান, সবাই কমবেশি লাইভ ওয়ালপেপার অপশন এর ভক্ত। ফোনের স্ট্যান্ডবাই স্ক্রিন সাজিয়ে রাখায় এর তুলনা নেই।

আজকাল অনেক ব্র্যান্ডই তাদের মোবাইলের জন্য নতুন নতুন কাস্টম লাইভ ওয়ালপেপার ছাড়ছেন, এগুলো বেশ জনপ্রিয় এবং ভালো রেটিং পাচ্ছে গুগল প্লে স্টোরে। দেখে নিন এমন কিছু লাইভ ওয়ালপেপার। লাইফ কম্প্যানিয়ন নতুন বের হওয়া স্যামসাং গ্যালাক্সি এস৪ এর লাইভ ওয়ালপেপার এটি। ওয়ালপেপারটি মোশন এবং টাচ সাপোর্ট করে। ডাউনলোড লিঙ্ক ড্যান্ডেলিয়ন এন্ড্রয়েড মার্কেটের আরেকটি জনপ্রিয় লাইভ ওয়ালপেপার গ্যালাক্সি এস৩এর জন্য বানানো কাস্টম এস৩ ড্যান্ডেলিয়ন।

এর মাধ্যমে হাত দিতে পানি নড়াচড়া করাতে পারবেন আপনার মোবাইলের স্ক্রিনেই। ডাউনলোড লিঙ্ক ফেদারপেন স্যামস্যাং গ্যালাক্সি নোট২ এর কাস্টম ওয়ালপেপার এটি। এতেও পানির ইফেক্ট দেওয়া যায় এবং হাত দিয়ে পালক গুলো নড়াচড়া করাতে পারবেন। ডাউনলোড লিঙ্ক এক্সপেরিয়া জেড লাইভ ওয়ালপেপার এটি এক্সপেরিয়া জেড এর কাস্টম লাইভ ওয়ালপেপার। ওয়ালপেপারটি বিভিন্ন রঙের থিম সাপোর্ট করে, এবং স্পর্শের মাধ্যমে এর ভাসমান আলোর কণাগুলোকে নিয়ন্ত্রন করা যায় ডাউনলোড লিঙ্ক এস৪ লিফ গ্যালাক্সি এস৪ এর এই লাইভ ওয়ালপেপারটিতে রয়েছে ভাসমান পাতা এবং সূর্যের আলো পড়ার চমৎকার ইফেক্ট।

ডাউনলোড লিঙ্ক এক্সপেরিয়া এস ওয়ালপেপার এক্সপেরিয়ার জনপ্রিয় ওয়েভশেপ লাইভ ওয়ালপেপার, চালাতে কিছুটা বেশি ক্ষমতার প্রসেসর দরকার। ওয়ালপেপারটি কয়েকটি কালার থিম সাপোর্ট করে। ডাউনলোড লিঙ্ক আজ এ পর্যন্তই, পরবর্তীতে আরও বাছাই করা লাইভ ওয়ালপেপারের পোস্ট দেওয়া হবে। ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.