আমাদের কথা খুঁজে নিন

   

দুলা 'কারেন্টের ইঞ্জিনীয়ার'



আমার খালাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। অপুর্ব সুন্দরী, খুব ভালো, শিক্ষিতা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স- মাস্টার্স করা। নিজের পছন্দে নয়, অভিভাবকের পছন্দের বিয়ে। হবু বর ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ার।

সবাই খুশী। দাদীকে যেয়ে বললাম। উনিও আনন্দিত। স্বভাবসুলভ ভংগীতে জিজ্ঞেস করলেন- দুলা কি করে? একটু চিন্তা করলাম। আপন ভুবনে তসবীহ নিয়ে দাদী থাকেন।

কি বললে, অল্প সময়ে দাদী সঠিক বিষয় বুঝতে পারবেন! বললাম, দাদী, দুলা 'কারেন্টের ইঞ্জিনীয়ার। ' উপস্হিত অন্যরা হেসে উঠলো। দাদীও বললেন- ওহ, কারেন্টের ইঞ্জিনীয়ার, তাইলে কইস সাবধানে কাম করতো। কারেন্ট যেন না খায়! বোন-জামাই ক্যানাডায় ভাল আছে বাবু নিয়ে। দাদী আমাদের মাঝে আর নেই।

দাদীর সরল, স্নিগ্ধ-ফর্সা, হাসিভরা মুখ মনে পড়ে। দোয়া করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।