আমার বন্ধুর বড় বোনের জামাই, নতুন এবং একমাত্র দুলাভাই।
ভাবসাব ই আলাদা। তিনি ১ চায়না মোবাইল কিনছে। শ্বশুর বাড়িতে বেড়াতে আসেছেন। কোরবানীর ঈদ এর পর পর ই।
তার সেই চায়না মোবাইলে কন্ঠস্বর পালটানো যায়। ছেলে কন্ঠ মেয়ের মত বানানো যায়। দুলাভাই সেটা জানেন না। তিনি এত কিছু পারেন ও না। শুধু গান টান শুনেন।
আমার বন্ধু তার মোবাইল টিপা টিপা অই ফাংশন টা বের করল।
সে মাইয়া কন্ঠ সিলেক্ট করে সেট যেমন আছে রেখে দিল। একটু পর দুলাভাই এর মোবাইলে ফোন আসল। দুলাভাই ধরলেন।
দুলা> হেলো, স্লামালিকুম
লোক> ওয়ালাইকুম সালাম, মাসুদ নাই?
দুলা> জ্বি, আমি মাসুদ বলছি।
(মাইয়া কন্ঠ সিলেক্ট করা)
লোক> মাসুদ মানে? ফাইজলামি করেন?
দুলা> ফাইজলামী করব কেন? আমিই মাসুদ।
লোক> দেখেন, আমি ১টা দরকারে ফোন করছি, আপনি মাসুদ কে দেন।
দুলা> আরে ভাই, আমিই মাসুদ।
লোক> মেজাজ টা খারাপ কইরেন না, মাসুদ কে দিতে বলছি, দেন
দুলা> আপনি আমার মেজাজ খারাপ কইরেন না, কইছি তো আমিই মাসুদ। সালা তোর মন চাইলে কতা কবি, নাইলে ফোন রাখ ......... পোলা।
লোক> মাসুদ রে দে ... নাইলে তোর ...
যতই দুলাভাই বোঝানোর চেষ্টা করেন, তিনিই মাসুদ, লোক টা ততই ক্ষেপে যায়। শেষে বকাঝকার পর ফোন রাখা হল।
এখানেই শেষ না। সারা দিন দুলাভাই ফোনে বকা খাইছে, রাতে আমার বন্ধু আবার ঠিক করে দিছে কন্ঠ। এর পর দুলাভাইকে নিয়া চরম বিনোদন।
বিঃদ্রঃ আমার ১ বন্ধু এই কাহিনী টা বলেছে। তার নিজের কাহিনী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।