মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
পাকিস্তানের ১৯১ রান দেখে মনে হয়েছিল যে, হয়তো বা আজকের ম্যাচে জিতে সেমিফাইনাল খেলার একটা সুযোগ এসেছে। কিন্তু মাইকেল হাচি যা খেললো। অবিশ্বাস্য। তবুও এক পর্যায়ে মনে হচ্ছিল শেষ ওভারে এতোগুলো রান। আসলেই কি করতে পারবে, কিন্তু সায়েদ আজমলের বলকে মেরে যে, আলু ভর্তা করবে তা ভাবতে পারি নি। আসলে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াই।
ক্রিকেট ইনফোর ভাষায়-
The Pakistani camp is stunned. U N B E L I E V A B L E. Hussey is mobbed by his team-mates. Clarke envelops him with a hug.
অন্য দিকে আমার মামা লিখলেন -
Hussy to last bal a six marlo.
Sabash hussy.
Beta kangaror bassa.
শেষের অবস্থা দেখুনই না- ১ - ৬ - ৬ - ৪ - ৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।