আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল টি২০তে আসলো অনলাইনে বসে খেলার প্রেডিকশন করা আর পুরুস্কার জেতা

লাইভ ওয়েব টিভি এর ব্লগ এবারের বিপিএল টি২০তে কমজগত নিয়ে আসলো অনলাইনে বসে খেলার প্রেডিকশন করা আর পুরুস্কার জেতা । গত ২০ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে এই অনলাইন গেম। এই প্রেডিকশন গেম এর মুল আকর্ষণ হল এখন আর শুধু চোখে খেলা দেখা নয়, খেলা এখন হবে মানসিকভাবে। প্রতিটি খেলার আগে কিছু প্রশ্ন দেয়া হয় এবং প্রেডিক্টরদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। পরদিন খেলার পর যদি প্রেডিকশন মিলে যায় এবং সেরা ১০ প্রেডিক্টরদের মধ্যে থাকা যায় তাহলে পুরুস্কার দেয়া হয়। খেলাটি খেলতে হলে এই সাইটে গিয়ে খেলতে হবেঃ http://game.comjagat.com/ খেলাটির বিস্তারিত এখানেঃ https://www.facebook.com/comjagat এখানে খেলাটির একটি snapshot দেয়া হলঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।