আমি চট্টগ্রামের ছেলে । আমি ভালোবাসি আমার এ শহকে । আমি সব সময় একটা স্বপ্ন দেখি আমার আশপাশের পরিবেশ জঞ্জালমুক্ত রাখতে । আপনারা যদি আমার সাথে থাকেন আমি তাহলে এ কাজে এগুতে পারবো । আমি নিজে একটি সংগঠনের সাথে জড়িত।
যার কাজ হল পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল কে স
আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা বেশিরভাগই উইন্ডোজ হিসেবে এক্সপিকে সমর্থন করি । তার মূল কারন হচ্ছে এক্সপির যে working facility তা অন্য উইন্ডোজে নেই বললেই চলে । হোম ইউজার ছাড়া ও এক্সপির ব্যাপক জনসমর্থন রয়েছে অফিসিয়াল কাজের ক্ষেত্রেও । তবে এই এক্সপি মাঝে মাঝে বিরক্তির কারন হয়ে দাড়ায় । বিভিন্ন কারনে এক্সপির গতি স্লো হয়ে যায় ।
ফলে অনেক প্রয়োজনীয় কাজ ও সময়মতো করা সম্ভব হয়ে ওঠে না । তাই আজ আপনাদের আমি বলবো কিভাবে এক্সপির গতি বাড়াবেন ?
My Computer এ Right Button ক্লিক করে Advanced Teb এ ক্লিক করুন । এখান থেকে Performance এর অধীনে থাকা Setting Button এ ক্লিক করুন । এখান থেকে Adjust For Best Performance এ Ok করে Apply এবং Ok ক্লিক করুন । এবার বেরিয়ে আসুন ।
কিছুক্ষন অপেক্ষা করুন । তারপর দেখবেন আপনার কম্পিউটারের গতি আগের চেয়ে অনেক বেড়ে গেছে ।
তবে এখানে সমস্যা হচ্ছে আপনার কম্পিউটার দেখতে ৯৮ এর মতো দেখাবে । এর মূল কারন হচ্ছে বিভিন্ন গ্রাফিক্স এবং ইফেক্ট Ram এর জায়গা দখল করে রাখে । ফলে কম্পিউটারের কাজের গতি কমে যায়।
Ram ফ্রী থাকলে কম্পিউটারের কাজের গতি ও বাড়বে এবং আপনি ও কাজ করে মজা পাবেন ।
আশা করি আপনারা এ কাজটি নিজের কম্পিঊটারে আজই করে দেখবেন । তাহলে আপনার কাজের ক্ষেত্রে আর কোনো ব্যাঘাত ঘটবে না । স্পীড ও আগের চেয়ে অনেক বাড়বে । এ প্রত্যাশায় আমি আমার লেখা আজ এখানেই ইতি টানছি ।
সকলে ভালো থাকবেন আর কোনো সমস্যা হলে লিখে জানাতে ভুলবেন না । ধন্যবাদ । আমার সাইটের লিংকঃView this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।