স্বাধীন, সঠিক মত প্রকাশে বিশ্বাসী
মুনির ভাই এর সাথে রাতে কথা হলো। বিষয় ছিলো বেসরকারি উদ্যোগে আইটি ইনকিউবেটর। গতকাল মুনির ভাই এর ব্লগ এ "বেসরকারি উদ্যোগে আইটি ইনকিউবেটর" পোস্টটি পড়লাম। পড়েই মনে হয়েছিলো নতুন একটা কিছু। কথায় যেন একটা আশার আলো উকি দিচ্ছিলো।
ব্লগ এই comment লেখলাম "আপনারে call দিব। মনে হচ্ছে ভালো অফার। ..." দুপুরে মুনির ভাই কে callও করেছিলাম, কিন্ত উনি ব্যস্ত ছিলেন তাই কথা হয়নি। রাতে মুনির ভাই নিজেই call করলেন। অনেকক্ষন অনেক বিষয় নিয়ে কথা হলো।
বিশেষ করে উনার নতুন পরিকল্পনা নিয়ে "বেসরকারি আইটি ইনকিউবেটর"। ইনকিউবেটর কোথায়, কিভাবে করতে চান ইত্যাদি শুনলাম।
মুনির ভাই এর সাথে কথা বলে কয়েকটি বিষয় আমার মনে হলো। আমি সেই বিষয়গুলোই এখান share করবো। কারণ আমার মনে হয়েছে মুনির ভাই এর এ ধরনের উদ্যোগে শুধু উনার সমরথন নয়, উনার সাথে কাধে কাধ মিলিয়ে আমাদের এক সাথে কাজ করতে হবে।
তাই আমার আজকের এই ব্লগ এর উদ্দেশ্যই হচ্ছে, সকলের কাছে আহবান জানানো, আসুন আমাদের আইটি সেক্টরের জন্য সকলে কাজ করি।
যাই হোক, যে বিষয়গুলো বলতে চাচ্ছিলাম তাহলো :
মুনির ভাই এর নতুন পরিকল্পনা "বেসরকারি আইটি ইনকিউবেটর"টি বাস্তবায়ন এর জন্য কিছু manpower দরকার যাদের technical knowledge ভালো এবং যারা একটি umbrella খুজছেন। যার ছায়ায় তারা তাদের technical knowledge use করে প্রতিষ্ঠিত হতে পারবেন। হতে পারে তা ব্যক্তি পযায়ে বা কোন গ্রুপ। আরেক ধরনের manpower দরকার যারা উদ্যোগী ও উদ্যোমী।
যারা একটি টিমকে manage করতে পারবে। আমার মনে হয় এই ব্লগ এ অনেকে আছেন যারা এ সকল categoryতে পড়েন এবং এ ধরনের একটি support খুজচ্ছেন। আশা করি তারা যোগাযোগ করবেন।
বাংলাদেশে আইটি ইনকিউবেটর প্লান নিয়ে বিএসআরএস ভবনে ইতিমধ্যে একটি ইনকিউবেটর বিগত ৭/৮ বছর ধরে রয়েছে। এখানে বিশেষভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট রয়েছে।
আমি এটিকে আসল ইনকিউবেটর মনে করি না। কারন ইনকিউবেটর এর মদ্দা কথা হলো, শিশুকে স্বাভাবিক পরিবেশে বাচার উপযোগ করে গড়ে তোলা। অথচ আমাদের ইনকিউবেটর এ অনেকেই শুধু না বেশিরভাগ কোম্পানী আছেন যারা শুধু স্বাভাবিক পরিবেশেই নয় যেকোন অস্বাভাবিক পরিবেশেও ভালোভাবে শ্বাস নিতে পারেন। তাই আমার মতে এই ইনকিউবেটরকে হয় আইটি পাক বলা উচিৎ নতুবা যারা স্বাভাবিক পরিবেশের উপযোগী উনাদের ইনকিউবেটর ছেড়ে দেয়া উচিৎ।
মুনির ভাই এর এই পরিকল্পনার ভালো দিক হলো উনি বাস্তবেই একটি আইটি ইনকিউবেটর তৈরী করতে চাচ্ছেন।
এখানে এসে যারা স্বাভাবিক পরিবেশের উপযোগী হবেন তাদের ইনকিউবেটর ছেড়ে দিতে হবে। তাদের ছেড়ে দেয়া জায়গায় আসবে নতুনেরা।
মুনির ভাই এর সাথে কথার মাঝে আমি একটি বিষয় উনাকে বললাম। আমরা যারা ছোট পযায়ে বিভিন্ন outsourcing এর কাজ করি তারা সবচে বেশী যেই সমস্যার সম্মুখিন হই তাহলো দক্ষ professional এর অভাব। বিদেশী ক্লায়েন্টদের অনেক requirement থাকে, যার অনেক expert বাংলাদেশে নাই বললেই চলে।
যারা আছেন তাদের demand এতোটাই বেশী থাকে যে তা দিয়ে কাজ উঠানোই কঠিন হয়ে যায়। তাই আমি উনাকে বললাম, boss, IT professional তৈরীর জন্য কিছু একটা করেন। উনি আমাকে আস্বস্ত করলেন যে এবার উনি নিজেই এর উদ্যোগ নিবেন।
মাঝখান দিয়ে একটা কথা বলি। মুনির ভাই নিজেই কিন্ত project management এ boss. সামনের মাসে উনি হয়তো project management এর উপর একটা workshop করাবেন।
আমি উনার first student হিসেবে ইতিমধ্যে আমার সিটের বুকিং দিয়ে দিয়েছি। যদি আপনাদের কেউ project management এ আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করেন।
যাই হোক মূল কথায় আসি। IT professional তৈরীর জন্য মুনির ভাই এর কয়েকটি পরিকল্পনা শুনলাম। যদিও বিস্তারিত কথা হয়নি।
যেমন প্রথম পযায়ে উনি বিদেশ থেকে expert আনতে চান। যা খুবই প্রয়োজন ও খুবই সম্ভব। উনার কিছু friend আছে বিদেশে IT expert। উনি তাদেরকে বাংলাদেশে training এর জন্য আনতে চান। বলছিলেন, ধানাই পানাই training হলে হবেনা।
এমন training হতে হবে যাতে পোলাপাইন কিছু শিখতে পারে।
শেষে মুনির ভাই বললেন, তানভীর ইনকিউবেটর এর জন্য কিছু ছেলেপুলে খোজ। পরে বিস্তারিত কথা হবে। এই বলে উনি ফোন রাখলেন।
ফোন রেখে আমি চিন্তা করলাম কাজটা কিভাবে শুরু করব।
আসলে মুনির ভাই এর সাথে কথা বলে এতোটাই excited ছিলাম যে, মনে হচ্ছিল এখনই কিছু একটা করতে হবে।
IT sector এর অনেক নেতাদের অনেক কথা অনেক আসরে শুনেছি, পড়েছি। কিন্ত তা শুনে কখনও স্বপ্ন দেখিনি। কিন্ত এবার মনে হচ্ছে এ শুধু স্বপ্ন নয়, এর বাস্তবায়নও সম্ভব। যা আমাদের জন্য খুবই দরকার।
তাই আমার শুরুটা আজকের এই ব্লগ দিয়ে।
পরিশেষে সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন সকলে মিলে শুধু স্বপ্ন নয় এর বাস্তবায়নে কাজ করি। এই প্রকল্পটি শুধু নতুনদের জন্য নয় পুরো দেশের আইটির জন্য একটা বিশাল কিছু হবে। যদি আমরা একসাথে কাজ করতে পারি।
মুনির ভাই ব্লগটি পড়ার জন্য এখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।