অপ্রেমে সপ্রেমে
কেউ ফিরেও তাকাবে না এই রাজ্যবিহীন একলা সম্রাট
কিসের দুঃখে নত নীল বিষ করেছিলো পান
কেউ জানবে না সর্পদংশনে কেনো মৃত্যু হলো তার
আর কৃষ্ণ তিথিতে কেনো এক একা চুমু খায়
জলের বদলে নিরেট পাথরে পাথরে
হায় ভগবান তুমিও ফেরাবে চোখ প্রতিকূল স্রোতে
তবে কেনো বিশ্বাসের অদৃশ্যপাত্র হাতে ফিরে দাঁড়াবো
যখন চতুর্দিকে ভালোবাসাহীন পড়ে থাকবে আমার শরীর
অবয়বহীন এই আত্মার ভর কেনো বাকি পথ
অনন্তের ভিতরে যাবে দীর্ঘ মিছিলে
শান্তার অপ্রেমে যখন খুঁজে পাই প্রকৃত প্রেম আর
আত্মার আগুনে পুড়ে দগ্ধীভূত ভষ্মের বিরামহীন প্রদাহ
আমাকে ক্লান্ত করে ভীষণ বেদনাহত একা ঝরে যাই
ভয় লাগে আমার ভীষণ ভয় হয় যদি মরে যাই
আবারো বসন্ত এসে ফিরে যাবে ফিরেও তাকাবে না
কেউ কারো চিবুকে ওষ্ঠ রেখে প্রেমময় স্মৃতির স্বননে কোনো
প্রশ্নও করবে না আর নদীহীন নারীহীন একটি জীবন
আত্মাহীন সরে যাবে নক্ষত্রের ওপাড়ে এক
অনন্ত নক্ষত্রে কারো অনন্ত চিকুকে কোনো
মানবিক চিহ্নও রাখবে না
আমি চলে যাবো অথচ কোথায় যাবো বড় ভয় হয়
এখানে সেখানে শুধু পাথর আর কন্টকে পরিপূর্ণ এপথ
অস্থির আত্মায় ঝরে রক্ত আর পরাজিত মৃত্যুর ঘ্রাণ
আমারো প্রতিজ্ঞা ছিলো আগ্নেয়াস্ত্রে ছড়াতে কিছু ব্যাকুল বকুল
আমিও নম্র হবো তোমার সপ্রেমে অন্তরীক্ষে ওড়াবো হৃদয়, তবু
আমার ভীষণ ভয় পূণর্জন্মেও আমি যদি ঝরে যাই
ভয় লাগে আমার ভীষণ ভয় হয় যদি মরে যাই।
. ...মাহবুবুর বহমান বাদশাহ।
এটি ছিল উত্তর বঙ্গের কবিতা শিরোনামের শেষ কবিতা। যারা প্রথম থেকে কবিতা গুলো পড়েছেন তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিচে বইটির ক্রমানুসারে কবিতা গুলোর লিংক দিলাম যাদের সবগুলো পড়া হয়নি বা নতুন যার পড়তে চান তাদের জন্য.....
১/একলব্যের জবানবন্দী
২/ধ্বংসচিত্র মহাজাগতিক
৩/মানসী তুমি এই ক্ষণে
৪/বন্দীর শিকারোক্তি
৫/স্বদেশ
৬/দাঁড়িয়েছি অনার্য কৃষক
৭/সহসা একদিন ও অন্য জগৎ
৮/স্বপ্ন আমার
৯/মৃত্যুর টিকিট
১০/একদিন একটি লোক
১১/আচঁল পোড়ার ঘ্রাণ
১২/নারী প্রতীকের দুঃখ
১৩/হৃদয়েতে পথ করে
১৪/জন্ম কি শুধু পরাজয়ের
১৫/বিস্ফোরণ, সাপ এবং দুঃখ বিষয়ক
১৬/পাবলো নেরুদার প্রতি
১৭/কবি
১৮/রক্তে রক্তে আরক্ত
১৯/একশ এগার নম্বর শর্তকবাণী
২০/কবিতার ছুটি চাই
২১/অপ্রেমে সপ্রেমে(বর্তমান পোষ্ট)
২২/ব্যস্ত পৃথিবী
২৩/অভয় পৃথিবী দেবে,কে দেবে,দেবেনা
২৪/অভীপ্সিত নয় যখন
২৫/একদিন মাঝরাতে নক্ষত্রেরা
২৬/কঙ্কালের সাথে কথোপকথন
২৭/অনুভূতির আগুনে
২৮/প্রদীপ চাই মননের বেদীত
২৯/হিরন্ময় প্রত্যাশা
৩০/দৃষ্টিহীন
৩১/মানুষ এবং ঈশ্বর বিষয়ক
৩২/বিষাক্ত ফুলের মধূ
(ছবি-Aubrey Beardsley -সংগ্রহ Encarta Encyclopedia থেকে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।