এক্স ফাইভ............ওনলি খবরটি পড়ে খুব আনন্দিত হইসি। যে মাহফুজুর রহমান কে ধরা হয় সাগর-রুনীর হত্যাকারী হিসেবে। সেই মাহফুজুর এখন আর সত্য কথা বলেন না বাংলাদেশে।
খবরের লিঙ্ক
মুল খবর ছিল
যুক্তরাষ্ট্র সফররত এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেছেন, আমি এখন আর সত্য কথা বলি না। কারণ বাংলাদেশে সত্য কথা বলতে গেলে দুর্যোগ নেমে অসে।
এ সময় ইতিপূর্বে তিনি লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি সত্য বলার বিষয়কে ইঙ্গিত করেন।
শুক্রবার বিকালে নিউ ইয়র্কের উড সাইডের কুইন্স পেলেসে এটিএন বাংলার আয়োজনে সাভারে ভবন ধসে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে ফান্ড রাইজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশের মিডিয়া স্বাধীন বলা হলেও স্বাধীনতা নেই। এখানে যদি সত্য বলা হয় তাহলে উপর মহল থেকে চাপ আসে।
এ প্রসঙ্গে তিনি এটিএন নিউজের মুন্নি সাহার একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার নিচে গিয়ে মুন্নি সাহা দেখতে পান যে, সেখানে কোনো ফায়ার ব্রিগেড বা সেনাবাহিনীর উদ্ধার কর্মী ছিলেন না।
শুধু মাত্র কয়েকজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী সেখানে ছিলেন। অথচ উপরে প্রেস ব্রিফিং করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উদ্ধার কর্মকান্ড জাহির করছিলেন।
এ রিপোর্টটি এটিএন নিউজে প্রচার করার পর বিভিন্ন মহল থেকে চাপ আসতে থাকে। এ হলো বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদ পত্রের স্বাধীনতা। ড. মাহফুজুর রহমান বলেন, গার্মেন্টস মালিকদেরকে ঢালাওভাবে দোষ দিয়ে লাভ নেই।
হাতে গোনা দুয়েক জন অসাধু গার্মেন্ট ব্যবসায়ী নানা অসদুপায় অবলম্বন করে অর্থ বানালেও অধিকাংশ গার্মেন্টস মালিককে কষ্ট করে এই ব্যবসা টিকিয়ে রাখতে হয়। তার ওপর ষড়যন্ত্রকারীদের নানা চক্রান্তের কারণে এই শিল্পে আজ দুর্দিন নেমে আসছে। বাংলাদেশের প্রধান রপ্তানী আয়ের এই শিল্প বাঁচাতে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। সাভারে রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
পরিশেষে একটা কথা বলছি মাহফুজুরের সত্য কথা বলার দরকার সাভারের নিহত ব্যাক্তিদের নামে টাকা এনে কি উনি নতুন কোন শিল্প গড়ে তুলতে চান কিনা ?
আর সাগর রুনী কে কে হত্যা করেছিলো ?
সমস্যা নাই এই কথা গুলো দেশে এসে বলার দরকার নাই।
বিদেশে বসে বললেই হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।