জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"
এক মহিলা প্রথমবারের মত হাজব্যান্ডের সাথে কোন চিত্র প্রদর্শনিতে গিয়েছে।আর্ট গ্যালারীর দেয়ালে জনৈক পেইন্টারের হরেক রকম পেইন্টিং টাঙ্গানো।দর্শকরা সবাই হেটে হেটে পেইন্টিংগুলো দেখছে আর ফিসফাস করে নানান মন্তব্য করছে," বাহ! পেইন্টিং তো নয়!একেবারে জীবন্ত চিত্র !কি সুন্দর জলরং এর ব্যবহার! এটার সাথে যদি ওটা যোগ হত তাহলে ছবিটা আরো দারুন হত"....বিভিন্নজনের এরকম বিভিন্ন মন্তব্য।তো, মহিলা এসব শুনে শুনে ভাবলো সে যে পেইন্টিং বুঝে, সেটা কিভাবে জাহির করা যায়।তাই একটা পেইন্টিং সামনে দাড়িয়ে অনেকটা উচ্চস্বরে বললো "ফ্যান্টাস্টিক! কি সুন্দর নদী নৌকা বৈঠা! আমি যদি এরকম একটা পেইন্টিং আকতে পারতাম !..অন্যটাতে গিয়ে.."মাই গড! কি সুন্দর ডায়নাসোরের ছবি! পেইন্টিং তো নয়, যেন জীবন্ত ডায়নাসোর !....."এরকম একটার পর একটা পেইন্টিং দেখছে আর মন্তব্য করে তাতে উচ্ছ্বাস প্রকাশ করছে। (মানে সবই তার কাছে দারুন লাগছে।)যাইহোক এরকম উচ্ছ্বাস দেখাতে দেখাতে হঠাৎ এক কর্ণারে গিয়ে বলল....."ইস্ ! এই পেইন্টিংটা জঘন্য! এরকম বাজে ছবি আমার লাইফে ও দেখি নাই.. এরকম বিশ্রী ছবিও আঁকা হয় ! "হাজব্যান্ড তার ঐ মন্তব্য শুনে অন্য কর্ণার থেকে উত্তর দিলো......"এ্যাই ! ওটা কোন পেইন্টিং নয় ! ওটা একটা আয়না। চলে এসো"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।