বিষন্নতার জালে আজ বিবর্ন দিন,
জীবনের পাতায় পাতায় শোকগাথা।
পদচিন্হ সব ধূলায় মিশে,
হারিয়ে যায় পেছনের কথা।
পূর্নিমা নিশী কোন এক বসন্তের আকাশে।
চাওয়া পাওয়ার অজান্তে
ধূর্ত চিলের থাবায় আগামী দিন ফ্যাকাসে।
এর পরও আঙিনায় কোলাহল,
নিরাশার মিছিল,ভাঙা গড়ার।
এভাবেই বয়ে চলে বাঁচার জল,
এর মাঝেই বাধা জীবন সবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।