সমালোচনা জীবনের পাথেয়, অযাচিত প্রশংসা জীবনের অন্তরায়।
ডেসটিনি-২০০০ লিমিটেডে আমি ! অতঃপর সমালোচিত। এই পোস্টে লেখকের উদ্ধ্যত আচরনের জবাবে এই আমার পোস্ট।
----------------------------------------
আমি দুটো সফটওয়্যার ডেভেলমেন্টের প্রজেক্ট ম্যানেজার ছিলাম। একটা ছিলো দুবাই ভিত্তিক কোম্পানী, আরেকটা দেশী।
সবচেয়ে মজার কথা কি জানেন? কোনো মুরগাচুরাও যদি 'চুরামী-ম্যানেজম্যান্ট' সফটওয়্যার বানাতে আসে, তবে আমরা যারা আইটি ফিল্ডে আছি তাদেরকে চুরি-বিদ্যা শিখতে হয়। কোনো মুদি-মনোহরীর সফটওয়্যার বানাতে আসলে আমাদের দোকানদারী শিখতে হয়। তাই আমাদের ধারনা সাধারনের চাইতে জোরালো হয়ে যায় অন্যদের চাইতে (মাইন্ড করবেন না, আমার দোষ না - পেশার দোষ)।
বেকার ছিলেন তাই অপরাধমুলক কাজটাতেও আপনার বিবেক বাধা হয়ে দাড়াতে পারেনি। আপনি কিছু ক্যাশ গুনছেন, আর ঐদিকে কতগুলো মানুষের জীবনে বিপর্ষয় সৃষ্টি করছেন আপনি জানেন?? আপনাদের পন্যতো স্রেফ মানুষ, বনায়ন প্রকল্পতো সিম্পলি শ্যাডো, লোক ভুলানোর জন্য।
১মণ দুধ থেকে ১মন ঘি পাওয়া যায় না। পিরামিডের উপরের সারির লোকগুলোই সব লুটেপুটে নেয়।
১০ স্তরের নেটওয়ার্কের শেষ সারিতে কতগুলো লোক থাকে ভাই??
০ স্তর: ১ [কোম্পানী]
---------------------------------------
১ স্তর: ২ [তথাকথিত ডিরেক্টর]
২ স্তর: ৪ [তথাকথিত ডিরেক্টর]
৩ স্তর: ৮ [তথাকথিত ডিরেক্টর/ আত্মীয়স্বজন/এ্যামবাসেডর]
৪ স্তর: ১৬ [তথাকথিত ডিরেক্টরদের আত্মীয়স্বজন/এ্যামবাসেডর]
৫ স্তর: ৩২ [তথাকথিত ডিরেক্টরদের আত্মীয়স্বজন/এ্যামবাসেডর]
৬ স্তর: ৬৪ [বেকার?? এরাই কর্মী- আপনি কি এই দলে??!!!]
৭ স্তর: ১২৮ [আপামর আবাল জনতা]
৮ স্তর: ২৫৬ [আপামর আবাল জনতা]
৯ স্তর: ৫১২ [আপামর আবাল জনতা]
আবাল = প্রাপ্তবয়স্ক কিন্তু অবুঝ বা অতিলোভী জনতা, সর্টকাট যাদের পছন্দ।
মনে করি, নিজের মাথা বেচতে ৫০০০ টাকা লাগে। ধরলাম পিরামিড পুরোটাই সফলভাবে পূরণ হয়েছে।
আর প্রফিট শেয়ারিং এর একটা ছক নিচে উদাহরন হিসেবে টানলাম -
[এই সারনীটি ৯ম স্তর থেকে পড়ুন, শতকরা আপনার ইচ্ছে মতো হিসেব করুন বা আপনার কোম্পানীর টি হিসেব করুন]
০ স্তর: ২৫৩৫ [গাছ লাগানোর কর্মসুচী??????]
---------------------------------------
১ স্তর: ৫%=১৩৪ টাকা / মোট রইলো: ২৬৬৯-১৩৪ = ২৫৩৫
২ স্তর: ৫%=১৪১ টাকা / মোট রইলো: ২৮১০-১৪১ = ২৬৬৯
৩ স্তর: ৫%=১৪৮ টাকা / মোট রইলো: ২৯৫৮-১৪৮ = ২৮১০
৪ স্তর: ৭%= ২২৩ টাকা / মোট রইলো: ৩৪৫৮-২২৩ = ২৯৫৮
৫ স্তর: ৮%= ২৭৭ টাকা /মোট রইলো: ৩৪৫৮-২৭৭ = ৩১৮১
৬ স্তর: ৯% = ৩৪২ টাকা /মোট রইলো: ৩৮০০-৩৪২ = ৩৪৫৮
৭ স্তর: ১০% = ৪৪০ টাকা /মোট রইলো: ৪৪০০-৪৪০ = ৩৮০০
৮ স্তর: ১২% = ৬০০ টাকা / মোট রইলো: ৫০০০-৬০০=৪৪০০
৯ স্তর: তলানী, যাদের কোনো হাত-পা নাই
এখন মোট টাকার হিসাব টা একটু দেখি -
০ স্তর: ১০২৫* ৫০০ = ৫১,২৫,০০০ [কোম্পানীর মোট আয়]
---------------------------------------
১ স্তর: ২ * ৫০০০ = ১০,০০০
২ স্তর: ৪ * ৫০০০ = ২০,০০০
৩ স্তর: ৮ * ৫০০০ = ৪০,০০০
৪ স্তর: ১৬ * ৫০০০ = ৮০,০০০
৫ স্তর: ৩২ * ৫০০০ = ১,৬০,০০০
৬ স্তর: ৬৪ * ৫০০০ = ৩,২০,০০০
৭ স্তর: ১২৮ * ৫০০০ = ৬,৪০,০০০
৮ স্তর: ২৫৬ * ৫০০০ = ১২,৮০,০০০
৯ স্তর: ৫১২ * ৫০০০ = ২৫,৬০,০০০ [এরা শুধুই দিয়েই যাবে গাছের ফলের আশায়]
মোট প্রদেয় লভ্যাংশ: স্তর ওয়ারী
(লেফট + রাইট = ১টা স্টেশন/একাউন্ট/হাবিজাবি নাম):
১ স্তর: (২/২) * ১৩৪ = ১৩৪ * ২৫৬ = ৩৪,৩০৪
২ স্তর: (৪/২) * ১৪১ = ২৮২ * ১২৮ = ৩৬,০৯৬
৩ স্তর: (৮/২) * ১৪৮ = ৫৯২ * ৬৪ = ৪০,২৫৬
৪ স্তর: (১৬/২) * ২২৩ = ১,৭৮৪ * ৩২ = ৫৭,০৮৮
৫ স্তর: (৩২/২) * ২৭৭ = ৪,৪৩২ * ১৬ = ৭০,৯১২
৬ স্তর: (৬৪/২) * ৩৪২ = ১০,৯৪৪ * ৮ = ৮৭,৫৫২
৭ স্তর: (১২৮/২) * ৪৪০ = ২৮,১৬০ * ২ = ৫৬,৩২০
৮ স্তর: (২৫৬/২) * ৬০০ = ৭৬,৮০০ * ১ = ৭৬,৮০০
৯ স্তর: (৫১২/২) * ০ = ০০,০০০ টাকা
৩য় স্তরের একজন লোকের মোট লাভ: ৩,৮৮,৯২৮ টাকা
লাভগুলোকে সীমিত আকারে রাখার জন্য আর সহজে বোকা বানানোর জন্য আপনারা চাইল্ড নেটওয়ার্ক তৈরী করেছেন। এখানে আমি খুব সাধারন ভাবে হিসেব তুলে দেবার চেষ্টা করেছি, ভুল থাকলে বলেন। আর শতকরা হিসাবটাকে ইচ্ছে করলে আপনি যেকোনো মানে প্রকাশ করতে পারেন।
এমএলএম কে পৃথিবীর মস্তান এ্যামরিকা আনলফুল বলে নিষিদ্ধ করেছে, আর আপনারা 'বাংলাদেশ বিপ্লব' বলে বাংলাদেশের আবাল পাবলিকদের বেকুব থেকে বেকুবতর বানাচ্ছেন। ১০১২তে প্রতিকী কিছু একটা করবেন , অবশ্যই আপনাদের ব্যবসায়িক দৃষ্টিকোন থেকে।
তাতে আপামর বেকুবের দলের লাভ হবে না, আপামর মরাই থাকবে। আর আপনার/আপনাদের পকেট ভারী থেকে ভারীতর হবে।
আমি ৯ম স্তরের লোক, এখন পারলে আমাকে স্ট্যাটিসটিক্যালী বোঝাতে পারলে বোঝান। লাউ-কদুর লোভ দেখাবেন না, মাটির তলে কাঠাল বীচি রেখে আমাকে গোফে তেল দিতে বলবেন না দয়া করে। হিসাব কষে দেখান।
না পারলে আওয়াজ, কেওস করবেন না। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।