আমাদের কথা খুঁজে নিন

   

অবৈধ ভিওআইপি বন্ধে বিশেষ যন্ত্র স্থাপিত হলো বিটিআরসিতে

বাঙালিত্ব

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) একটি বিশেষ যন্ত্র বসিয়েছে দেশের চার মোবাইল অপারেটর। ‘সিম বক্স ডিটেকশন সিস্টেম’ নামের এ যন্ত্রের মাধ্যমে জানা যাবে কোন কোন সিমের মাধ্যমে অবৈধ কল আদান-প্রদান হচ্ছে। এ ক্ষেত্রে অভিযুক্ত সিম বন্ধ করা যাবে। আন্তর্জাতিক টেলিফোন কলের অবৈধ আদান-প্রদানের (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল—ভিওআইপি) অভিযোগ থেকে মুক্তি পেতেই এই যন্ত্রটি বসিয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল ও ওয়ারিদ। মিউসি সলিউশন নামের একটি আন্তর্জাতিক কোম্পানি এ ক্ষেত্রে বিটিআরসি এবং চার অপারেটরকে সহযোগিতা দেবে।

গতকাল বুধবার রাজধানীর রমনায় বিটিআরসির কার্যালয়ে যন্ত্রটি বসানো হয়। বিটিআরসিসহ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিদিন বিদেশ থেকে বাংলাদেশে যত কল আসে, তার মধ্যে মাত্র ২০টি দেশ থেকে আসে ৯০ শতাংশ কল। এ ক্ষেত্রে ওই দেশগুলো থেকে কল করে অবৈধ কাজে ব্যবহূত সিম খুঁজে বের করা হবে। এর মধ্যে গ্রামীণফোন এবং বাংলালিংকে মাসে আসবে ৩২ হাজার কল। এ জন্য তাদের খরচ করতে হবে নয় হাজার ইউরো করে।

অন্যদিকে সিটিসেল এবং ওয়ারিদে মাসে আট হাজার কল আসবে, এতে খরচ হবে চার হাজার ইউরো করে। বিভিন্ন দেশ থেকে প্রতি মাসে অন্তত ৮০ হাজার পরীক্ষামূলক কলের মাধ্যমে অবৈধ টার্মিনেশনের ব্যবহূত সিম চিহ্নিত করা সম্ভব হবে বলে জানা গেছে। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, এটি অবৈধ কল কমাতে সাহায্য করবে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের সভাপতি জাকিউল ইসলাম বলেন, ই-ওয়ান দিয়ে যারা ভিওআইপি করছে, তাদের ছাড়া বাকি সবাইকে এর মাধ্যমে চিহ্নিত করা সম্ভব হবে। প্রসঙ্গত, মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া টেলিযোগাযোগ আইন, ২০১০-এ বিভিন্ন অপরাধের জন্য অপারেটরদের সর্বোচ্চ শাস্তি ৩০০ কোটি টাকা করার প্রস্তাব রয়েছে।

এ অবস্থায় নিজেদের নিরপরাধ প্রমাণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যামটব বলছে, এক মিনিটের অবৈধ কল আসার সহযোগিতা করলে অপারেটরের পকেটে আসে মাত্র ১৮ পয়সা। কিন্তু এক মিনিটের বৈধ কলে পাওয়া যায় ৪২ পয়সা। সে কারণেও তারা দেশ থেকে ভিওআইপির অবৈধ ব্যবসা মুক্ত করতে চান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.