আমাদের কথা খুঁজে নিন

   

মাস্টারের পায়ের ধুলা

www.adityaanik.com

মাস্টারের পায়ের ধুলা আদিত্য অনীক মাস্টার আজ বাজারে যাবে না কবিতাকে পাঠাবে এই নাও থলি বাজারে যাও আঠারশ আশি টাকা মাসিক বেতনে বিশ টাকা কেজি দরে আলু কিনে খাও বোঝ কর ক্রয়মতা আর প্রবিৃদ্ধির রাজনীতি ........... এলেম কর চামে থাকা গনিমতের ধর্মনীতি ভোটের বাতাসে পাজেরো নিশান আসছে, একদিন কছিমদ্দি মাস্টার হাতে খড়ি দিয়েছিল পা ছুঁয়ে ছালাম করে দোয়া নিয়ে যাচেছ সন্ধ্যায় সন্ধ্যায় পাজেরোরা ফিরে যাচ্ছে ধুলা নিয়ে- রাস্তার ধুলা উড়িয়ে। ওদের ঠিকানা জিপিও বক্স ১০০০ ঢাকা। অন্ধকারে লোডশেডিং এর গ্যারাকলে আধপেটা ঘরে টিমটিমা কেরোসিন বাতি জ্বলে মাস্টারের বেতন মাসিক আঠারশ আশি টাকা। কাকলাশ কন্ঠে আলু আর পানি ভাত খেয়ে ব্ল্যাকবোর্ড ভরে সুষম খাবার তালিকা লেখে জিভের ঝোলে পাঞ্জাবী ভিজে যায় ছেলেরা গোল চোখে জিগায় স্যার, এই সব খাবার কারা খায়? মাস্টার গোখরা ফনার মত বাক খাওয়া খটখটা দেহটা ঘুরিয়ে বলে, যারা ভোটের আগে পাজেরো জীপে এসে আমার পায়ের ধুলা নিয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.