আমাদের কথা খুঁজে নিন

   

মাস্টারের দেখি সবাইরে নিয়া সমস্যা

আপনারে বিশেষ জ্ঞানী ভাবা মাস্টারের সবার সব কথায় খুঁত খোঁজে বেড়ায়। নিজের সার্কেলভুক্ত মানুষ ছাড়া সবাইরে নিয়াই তার সমস্যা। লোকে মাস্টার ডাকে বলেই কি সে সবাইরে তার ছাত্র ভাবে? বলতেছি আমাগো গ্রামের সুশীল মাস্টারের কথা। বেলায় বেলায় মাস্টারের বয়স যত বাড়ছে তার লাগম ছাড়া কথাবার্তাও ততো বাড়তেছে। কেউ কিচ্ছু কইলে তিন ঘন্টাব্যাপী অর্থহীন ওয়াজ শুনায় সেদিন বাজারে বইস্সা সাকিবের লগে ভাজাপুড়া জ্বালাপুড়া আলুপুড়া খাইতেছি,দেখি মাস্টার পাশে ঘুরঘুর করতাছে।

সাকিব ভদ্রতা কইরা কইলো মাস্টার খাইবা? তার মুখে কথাও শেষ হয় নাই শুরু হয়ে গেলো মাস্টারের ওয়াজ। প্রথমে বুঝাইল জ্বালাপুড়া কি,পরে বুঝাইলো খাওয়া কি, এরপর বুঝাইলো গ্যাষ্টিক কি, এরপর কইলো গ্যাষ্টিকে ভাজাপুড়া খাইলে কি হয়,এরপর কইলো গ্যাষ্টিক নিয়া সে কারে কি কইছ, এরপর গিয়া কইললো তার গ্যাষ্টিক তাই খাইবে না। বলি হামুন্দির নাতী খাইবি না এইটা এক লাইনে কওয়া যাইতো না বুঝেন অবস্থা। এর ঝালায় অতিষ্ঠ x( এইতো কয়দিন আগে বাজারে যাইতাছি, দেখি তার পুশির দিকে দাঁত মুখ খিচ্চা চাইয়া রইছে। জিগাই, মাস্টার কি করো? কয় পুশির সাথে মাইন্ড গেইম খেলি।

শোনে আর খাড়াই নাই সোজা হাটা দিছি। পাগল ছাগলের তো আর কান্ডজ্ঞান নাই। কখন কি করে বসে। শেষে যদি কয় আমার লগে মাইন্ড গেইম খেলবে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.