আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতি কথা : সূর্য্য কোন দিকে উঠে



স্মৃতি কথা : সূর্য্য কোন দিকে উঠে তখন ক্লাস থ্রি'তে পড়তাম । ছেট বেলা থেকেই প্রতিষ্ঠান বিরোধী ছিলাম । বাঁধা-ধরা একদম সহ্য করতামনা। যেদিন মনে চাইতো সেদিন স্কুলে যেতাম । আর ছেটবেলায় আব্বার চোখের মনি ছিলাম।

তাই মার বা বকা খাওয়ার কোন ভয় ছিলনা । তো হঠাৎ একদিন বহুদিন পরে স্কুলে গেলাম ; তাখন ক্লসের ম্যডাম আমায় দেখে বলে উঠলেন-‘ কি ব্যপার ফরিদ আজ সূর্য্য কোন দিকে উঠেছে ’ ? আমি ভাবলাম ম্যাডাম আমায় জিজ্ঞেস করলেন যে ‘আজ সূর্য্য কোন দিকে উঠেছে’ । তো আমি দেড়ি না করে টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বল্লাম -‘ম্যডাম বাইরে গিয়ে দেখে আসি সূর্য্য কোন দিকে উঠেছে । আমার কথা শুনেতো সবাই হতবাক!! বলে কি ছেলে !! ম্যডাম অধিক শোকে পাথর হয়ে গেলেন । পরে বাসায় এসে মাকে একথা বল্লে সেও হাসি শুরু করল।

পরে আবশ্য সূর্য্য ওঠার রহস্যটা আমায় বুঝিয়ে দিয়েছিলেন । ''The sun rises in the east''.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.