সময় তুমি একটু দাঁড়াও!!!!!!!
পাকিস্তানি ক্রিকেটারদের বেড়ে ওঠাই কি তাহলে তাদের এমন 'আনপ্রেডিক্টেবল' দল হিসেবে গড়ে তুলেছে! এ বছরই পাকিস্তান জাতীয় দলের চাকরি হারানো কোচ ইন্তিখাব আলমের কথার অর্থ কিন্তু তা-ই দাঁড়ায়। বছরের গোড়ায় অস্ট্রেলিয়া সফরে একটাও ম্যাচ জিততে না পারার পেছনে দায়ী ক্রিকেটারদের 'মানসিক বৈকল্য'।
ওই সফরের পর ইন্তিখাবকে সরিয়ে দিয়ে ওয়াকার ইউনিসকে করা হয় পাকিস্তানের কোচ। কিন্তু সফর শেষে তদন্ত কমিটির সামনে কোনো রাখঢাক না রেখেই ইন্তিখাব বলে দিয়েছিলেন, 'আমি মনে করি, তারা সব মানসিক বিকারগ্রস্ত মানুষ । আমাদের খেলোয়াড়দের মানসিক সমস্যা আছে। পোশাক কিভাবে পরতে হয়, তা জানে না তারা। এমনকি সভ্য মানুষের মতো কথাও বলতে জানে না।' ক্রিকইনফো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।