হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র
মানব বন্ধন কর্মসূচী মোটামুটি সফল ভাবেই সম্পন্ন করা গেছে। তবে যত বড় ভাবে প্রতিবাদ করতে চেয়েছিলাম তত বড় ভাবে প্রতিবাদটা করা যায় নাই। যেসব কারণে করা যায় নাই, সেগুলো থেকে কিছু শিক্ষাও হলো। এলাকার যেসব শীর্ষস্থানীয় স্কুল এবং কলেজের কর্তৃপক্ষের অনুরোধে কর্মসূচীর তারিখ পেছালাম শেষ পর্যন্ত তারাই মুখ ফিরিয়ে নিলেন, কেউই উপস্থিত হলেন না। কারণ দেখালেন, এমপি সাহেবের কাছ থেকে গ্রিন সিগনাল পাওয়া যায় নাই, তাই তারা অপারগ।
এসব স্কুল এবং কলেজের গভর্ণিং বডিতে সচরাচর সরকার দলীয় লোকজনই থাকে, এমন হওয়া তাই খুব একটা অস্বাভাবিক ছিল না, এটা আগেই বোঝা উচিত ছিলো।
তারপরও বলবো কর্মসূচী সফল হয়েছে। এলাকার বেশকিছু সংগঠন একসাথে দাঁড়িয়েছে। সেই সাথে দাঁড়িয়েছেন এলাকার অনেক সাধারণ মানুষ। বাইরে থেকেও অনেকে এসে সংহতি জানিয়েছেন।
লোক সমাগম একেবারে কম হয় নাই। মামুন হত্যাকান্ডের বিচারসহ বেশকিছু দাবিদাওয়া উত্থাপন করেছি আমরা। সবচেয়ে বড় কথা এই ধরনের ঘটনার বিরুদ্ধে যে এ অঞ্চলের এতগুলো মানুষ একসাথে হতে পারে সেটা দেখানো গেছে। এলাকার বেশকিছু নেতাগোছের মানুষ সলজ্জ চেহারা নিয়ে পাঁচ মিনিটের জন্য হলেও এসে দাঁড়িয়ে গেছেন। আশা রাখি পরবর্তী কর্মসূচীগুলো নেয়া আরো সহজ হবে।
ব্লগারদের কেউ উপস্থিত ছিলেন কিনা বলতে পারিনা। সবার কাছে আহবান রইলো, নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলুন।
(কর্মসূচীর ঘোষণা পত্র অর্থাৎ দাবি দাওয়ার সফট কপি আমার কাছে এই মূহুর্তে আমার কাছে নাই। পরে পোষ্ট করে দেবো)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।