আল বিদা
আবদুল্লাহ আল মামুন চলে গেলেন। কিছুদিন ধরে বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব চলে যাচ্ছেন। সত্যি কথা বলতে, তাতে আমার খুব বেশী কষ্ট লাগছে না। আমি শামসুর রাহমান বা সমুদ্র গুপ্তের কবিতা পড়ি না। যদিও তারা অনেক বড় কবি।
মান্নার সিনেমাও খুব একটা দেখা হয়নি। সেলিম আল দীন এর মত বড় মাপের নাট্যকার টিভি নাটক তেমন লিখতেন না।
কাল শহীদ মিনারে আবদুল্লাহ আল মামুনএর প্রতি জাতির শেষ শ্রদ্ধা জ্ঞাপন টিভিতে দেখতে দেখতে মনে হল তিনি না থাকলে তো বাংলাদেশে টিভি নাটকের কোন ফরম্যাটই তৈরী হত না। মঞ্চ নাটক তো হতই না। গত ১০ বছরে মঞ্চে কোন নতুন মৌলিক নাটক এসেছে বলে মনে হয় না।
আবদুল্লাহ আল মামুন ও অন্যদের পুরান নাটকই বারবার মঞ্চস্থ হচ্ছে।
আমি আবদুল্লাহ আল মামুনের ফ্যান ছিলাম এমন বলা যায় না। তবুও তার মৃত্যুর পর থেকে একটু খারাপই লাগছে। আর বারবার মনে হচ্ছে এখন মঞ্চ নাটক আর কে লিখবে?
আবদুল্লাহ আল মামুন শান্তিতে থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।