আমাদের কথা খুঁজে নিন

   

মামুন বিদ্রোহী লালসালুর নিক!!!

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...

এতদিন ভাবতাম ফিউশন ফাইভ ও লালসালু একই ব্যাক্তির দুই নিক। লেখার ধরন প্রায় একই। একজন লিখে গদ্য ও আরেকজন লিখে পদ্য। এই নিয়ে একটা পোষ্টও দিয়েছিলাম । আমি লালসালুর সাভার অফিসে অনেকবার গিয়েছি।

শুধু আমি না সাভারের অনেক ব্লগার ওনার অফিসে আসেন। ওইখানে ওনাকে দেখেছি দৌড়ের উপরে থাকতে। ব্লগিং এর টাইম নেই। তারপরও ওনাকে দেখি ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা লগইন থাকতে। ওনার ছুটির দিন রবিবারেও প্রায় সময় ছুটি পাননা।

এরপরেও তিনি কীভাবে ব্লগিং করেন? আমার ধারনা 'লালসালু' পুরানো কোন ব্লগারের সাপোরটিং নিক!!! লালসালু মাত্র এক বছর হল ব্লগিং এ এসেছে অথচ ওনার পোষ্টে যত হিট এবং কমেন্ট আসে তার চেয়ে ব্লগিং এ অনেক সিনিয়ার হওয়া সত্বেও আমার তা দশ ভাগের একভাগও জোটে না। তা কীভাবে সম্ভব? কেউ কি এর ব্যাখ্যা দিবেন? চারিদিকে চলছে লালসালুর ৪৫টা নিক খোঁজার অভিযান। আমি জানি লালসালুর নিশ্চয়ই কোন রিভারস নিক আছে। মামুন বিদ্রোহীকে এ ব্যাপারে আমার সন্দেহ হয়। এই ব্লগার লালসালুর সব পোষ্টে নেগেটিভ কমেন্ট করে।

অথচ আজ দেখুন সে লালসালুর পক্ষে ওকালতি করছে । এই পোষ্টে সে লালসালুকে বিনোদনী ব্লগার বলছে। আর বলছে, লালসালু জামাত শিবিরের পক্ষে কোন পোষ্ট দেয় নাই। তার মানে মামুন লালসালুর পক্ষে কথা বল না? আমি লালসালুর পক্ষের লোক। আমাকে লালসালুর বিপক্ষ দলের লোক মনে করবেন না।

আমাকে লালসালুর নিক মনে করবেন না। কমপক্ষে ২০ জন ব্লগারের সাথে আমার পরিচয় আছে। অনেক আড্ডাতেও আমি গিয়েছি। এছাড়া বইমেলাতে আমার বই বের হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।