আমাদের কথা খুঁজে নিন

   

ভিডিও ব্লগ বা ভ্লগ, একটি প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

এইটা আমার একটা নতুন পরীক্ষা । ভিডিও ব্লগ বা ভ্লগ। সময়ের স্বল্পতায় বহুদিন এমন হয়েছে অনেক মানুষের মন্তব্যের জবাব লিখতে পারিনি। আবার , এমন অনেক দিন হয়েছে , ব্লগে ঢুকেছি কিছু লিখতে , আর তারপর পুরো সময়টাই চলে গেছে আগের কোন পোস্টের মন্তব্যের উত্তর লিখতে লিখতে । সত্যি কথা বলতে কি, যারা সময় স্বল্পতায় ভোগেন বা আমার মত সর্বভূক জাতীয় পাঠক, লেখক হন , তাদের জন্য অন্যের মন্তব্যের উত্তর দেওয়াটা ভয়ানক এক " ইচ্ছা পরীক্ষা" হয়ে দাঁড়ায়।

যারা কষ্ট করে মন্তব্য করেছেন , তাদের উত্তর দেওয়াটা খুবই জরুরী মনে করি। আবার নিজে যদি নতুন কিছু লিখতে না পারি , সেইটাও বিরাট কষ্ট । এখন কাকে বেশি গুরুত্ব দেব? একটা সময় ছিলো যখন সামুর প্রতিটা নতুন পুরাতন ব্লগারের প্রতিটা পোস্ট আমার পড়া থাকত। প্রতিটা নতুন ব্লগারকে স্বাগত জানাতে কখনো ভুলতাম না । কোন দিন দেরী করে ব্লগে ঢুকলে পেছনের ১৫-২০ পাতা পর্যন্ত পড়ে যেতাম শুধু যতক্ষণ না শেষ পড়া পোস্ট পর্যন্ত পৌঁছাতে পারছি।

এখন সে সময় নেই। সে সুযোগ নেই। কিন্তু এখনো ব্লগারের মন্তব্য , নতুন ব্লগার, নতুন পোস্টের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দুইই আছে । এইজন্যই আমার এই নতুন প্রয়াস। দেখি, প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগের মত না হলেও , আরেকটু বেশি মিথষ্ক্রিয়া আনা যায় কিনা ।

আজকের বিষয় , আমার শেষ পোস্ট, সামুর ১ম পাতা এবং নতুন ব্লগারের নতুন পোস্ট। এই বিষয় গুলো নিয়ে ভিডিওতে আমার প্রতিক্রিয়া জানাব। ইউ টিউবে আপ্লোড করে এখানে যোগ করে দেব। দেখা যাক কি হয়, এলাহি ভরসা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.