বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
শ্রীলংকার একটি অসাধারণ দেখার মতো জিনিস হল - আদম পাহাড় (এডাম পিক) । পৃথিবীর প্রথম মানুষ মানব জাতির আদি পিতা হজরত আদম (আঃ) নিষিদ্ধ ফল ভক্ষণের কারণে আল্লাহ কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হন। হজরত আদম (আ) ও আদি মাতা হজরত হাওয়া (রাঃ) উভয়কে পৃথিবীতে দু’টি পৃথক স্থানে ফেলে দেয়া হয়।
হজরত আদম (আঃ) কে ফেলে দেয়া হয় শ্রীলংকায় আর হজরত হাওয়াকে(রাঃ) পৃথিবীর অন্য প্রান্তে। হজরত আদম (আঃ) প্রথম পা রাখেন শ্রীলংকার এডাম পিক-এ।
পাহাড়-পর্বতের দেশ শ্রীলংকার দ্বিতীয় উচ্চতম পর্বতের নাম এডাম পিক (Adam’s Peak)। এর উচ্চতা ২,২৪৩ মিটার বা ৭,৩৬৯ ফুট। এটি শ্রীলংকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রত্নাপুরা জেলায় অবস্থিত।
এটি মুসলিম,বৌদ্ধ,খ্রীস্টান আর হিন্দু চার ধর্মের লোকদের কাছেই অতি পবিত্র স্থান। কারণ বৌদ্ধদের মতে- প্রভু বৌদ্ধ এখানে তার তৃতীয় এবং শেষ শ্রীলংকা সফরের সময় এখানে প্রথম পা রেখেছিলেন।
তবে মুসলিম বিশ্বাস অনুযায়ী এটি অবশ্যই হজরত আদম ( আঃ) এর পায়ের ছাপ। এই পাহাড়ে তার সেই পবিত্র পায়ের চিহ্ন আজো রয়ে গেছে। এটি লম্বায় ৫ ফুট ৭ ইঞ্চি আর প্রস্থে ২ ফুট ৬ ইঞ্চি।
স্থানটি এখন ঘিরে রাখা আছে।
হিন্দুদের মতে, শিব এখানে প্রথম পা রাখেন। খ্রীস্টানদের মতে, ষোড়শ শতকে পর্তুগীজ ধর্মপ্রচারক সেন্ট থমাস যিনি শ্রীলংকাতে খ্রীস্ট ধর্ম প্রথম প্রচার করেন তার পদচিহ্ন এটা। আর আরবদের মতে, স্বর্গ থেকে বহিস্কৃত হয়ে প্রথম মানব হজরত আদম ( আঃ) এখানে সর্বপ্রথম পা রাখেন। মতামত যাই হোক না কেন এডাম পিক চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান।
তবে শ্রীলংকায় যেহেতু বৌদ্ধ ধর্মের প্রাধান্য তাই এই পর্বতেও তাদেরই কর্তৃত্ব চলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।