স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে দীর্ঘদিন ধরে পরিক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে এখন মোটামুটি উড়ছি !! কারণ পরিক্ষা শেষ ।
সুযোগ পেলেই বন্ধু , বড়ভাই , ছোটভাই সবাইকে নিয়ে বসে যাই কার্ড খেলতে । সময়টাও মজায় কাটে প্লাস চরম একটা আড্ডাও হয় । তো আজ আমরা সময় কাটানোর জন্যই টি.এস.সি মিলনায়তনের সামনে বসে কার্ড খেলছিলাম একটু আগে । অনেক মজা হচ্ছিল , সবাই আড্ডাও দিচ্ছিলাম ।
আমাদের ঠিক উল্টাপাশেই ছিল ৭-৮ জন মেয়ের একটা দল । উনারাও ওখানে আড্ডা মারছিলেন । উনাদের উচ্চস্বরে হাসি , চিৎকার মোটামুটি ২০০০০ ডেসিবেলের কাছাকাছি ছিল মনে হয় !!
কার্ড খেলায় আমরা যখন চরমভাবে মশগুল হয়ে আছি হঠাৎ করেই দেখি এক মেয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো । এসে বলল , " ভাইয়া , আপনাদের সাথে একটু কথা বলতে পারি ?? "
বললাম , "বলেন " ।
" আপনারা কি এখানেই পড়েন ?? কোন ডিপার্টমেন্টে ?? "
আমি প্রথম ভাবলাম উনি এসেছেন কোন ফান্ড কালেক্ট করার জন্য ।
কিন্তু পরে ভাবছি মনে হয় এবার ভর্তি হবে , তাই জিজ্ঞেস করেছে । উত্তর দিলাম ।
তারপরেও প্রশ্ন শুনে আমরা তো পুরা বেকুব হইয়া গেলাম !!
উনি আমাদের বললেন , " ভাইয়া , এই খেলাটার নাম কি ? আমাদের শিখিয়ে দিবেন ? "
আমি মোটামুটি বোকা হয়ে গেছি ওই মেয়ের সাহস দেখে । আমাদের মাঝে এক ছোটভাই ছিল । সে বলল , " আপনি কি আপু বাজি ধরে আমাদের সাথে কথা বলতে এসেছেন ?!! "
উনি বললেন , " জ্বি না , প্রথম বাজি ধরেছিলাম ।
এখন আর নাই !! "
শুইন্যা তো আমাদের মাথা পুরাই ফাঁকা হয়ে গেলো !! আরে কি বলে এই মেয়ে !! আমাদের তো পুরাই মেন্টাল টর্চার করতেছে !!
এরপরে বললেন , " ভাইয়া , এই খেলাটা কিভাবে খেলে ?? "
আমার ওই ছোটভাইয়ের মেজাজ চরম খারাপ হইয়া গেছে মনে হয় এতক্ষণে !! ও বলল , " হাত দিয়ে , আপু !! "
উনি বললেন , " আমরা কি খেলতে পারি ??!! "
আরে কি আজব কথা !! ও বলল , " আপু এটা ৪ জন খেলতে হয় । "
উনি বলল , " আমরা তো ৭ জন । আচ্ছা আমাদের শিখিয়ে দিবেন কিভাবে খেলতে হয় খেলাটা । "
আরে এই মেয়ে তো দেখি নাছোড়বান্ধা । কিছুতেই ছাড়বে না !!
আমরা বললাম , " দেখেন , এটা এতো স্বল্প সময়ে শিখিয়ে দেয়া আমাদের জন্য সম্ভব না ।
"
পরিশেষে আমি জিজ্ঞেস করলাম , " আপনি কি আমাদের ভার্সিটিতে পড়েন ?? '
বললেন , " না , আমরা সবাই সিদ্ধেশ্বরী কলেজে পড়ি । "
আমি নির্বাক হয়ে গেলাম । পাঠকরা যে যাই বলেন , আমার কাছে মনে হইছে এই মেয়েদের যেই সাহস তারা আমাদের পুরাই এডাম টিজিং করে গেলো !!
উনি উনার বান্ধবীদের সাথে যোগ দেয়ার পরে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল । থাক , কি আর করা !! আমরা আমাদের খেলা চালিয়ে যেতে রাখলাম । জীবনের সেরা একটা বিরুপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়ে আর কীইবা বলার আছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।