কবিতার প্রথম লাইনটি আসে স্বর্গ থেকে; বাকিটা তুমি গড়ে তোল।
ব্রিটেনের বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক ঘটল আজ। প্রথম বাঙালি হিসাবে হাউস অব কমন্সে যাচ্ছেন রুশনারা আলী। তিনি ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালি এমপি নির্বাচিত হয়েছেন। পূর্ব লন্ডনের বেনথাল গ্রীন এন্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করেছেন।
তিনি বেনথালগ্রিন অ্যান্ড বো আসন থেকে ২১ হাজার ৭৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্র্যাটস পার্টির আজমল মাশরুর পেয়েছেন ১০ হাজার ২১০ ভোট। রেসপেক্ট পার্টির আরেক বাঙালি আবজল মিয়া আট হাজার ৫৩২ ভোট পেয়েছেন।
রুশনারা আলী বাংলাদেশে ১৯৭৫ সালে জন্মগ্রহন করেন। রুশনারা ৭ বছর বয়সে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে এসেছিলেন।
তিনি মুলবেরি স্কুল ও টাওয়ার হেমলেটস কলেজে পড়াশুনা করেন । অক্সফোর্ডে তিনি রাজনীতি,দর্শন ও অর্থনীতিতে পড়াশুনা করেছেন। গবেষণা সহযোগী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। টাওয়ার হেমলেট সামার বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পে তিনি এই কাজ শুরু করেন। ব্রিটেনের একটি জাতীয় টেলিফোন ইন্টারপ্রেটিং সার্ভিসে তিনি ল্যাংগুয়েজ লাইনের সহায়ক হিসেবেও কাজ করতেন।
১৯৯৭ - ১৯৯৯ পর্যন্ত তিনি বেনথাল গ্রীন ও বো এর সাবেক এমপির সংসদীয় সহযোগী হিসেবে কাজ করেছেন। তিনি লন্ডন চাইল্ড পভার্টি কমিশনের কমিশনার, পল হেমলিন ফাউন্ডেশনের ট্রাস্টি, টেটি ব্রিটেন কাউন্সিলের সদস্য। রাজনীতি নিয়ে অনেক প্রবন্ধ লিখেছেন গার্ডিয়ান, প্রসপেকটিভ ম্যাগাজিন ও প্রোগ্রেস ম্যাগাজিনে। তিনি গার্ডিয়ানে সবচেয়ে ক্ষমতাশালী মুসলিম বাঙালি নারী হিসেবে তালিকাভুক্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।