আমাদের কথা খুঁজে নিন

   

তেহরানে ভিক্ষুকদের আয় প্রতিমাসে ১৫শ' ডলার



ইরানের রাজধানী তেহরানে প্রতিমাসে ভিক্ষুকরা ১ হাজার ৫শ' ডলারের সমপরিমাণ অর্থ আয় করে। এ আয় হচ্ছে তেহরানের সরকারি সর্বনিম্ন বেতনের চেয়ে প্রায় পাঁচ গুণ। দ্য মেহর নিউজ এজেন্সী গত মঙ্গলবার এ তথ্য জানায়। তেহরান মিউনিসিপালিটির সমাজসেবা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদেক আবভালির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, তেহরানের ভিক্ষুকদের প্রতিদিনকার আয় প্রায় ৫০ ডলার বা ৫ লাখ ডলার। মাসিক হিসেবে যা দাঁড়ায় ১৫ মিলিয়ন রিয়ালে।

তিনি বলেন, অধিকাংশ ভিক্ষুক গ্রাম এবং দূর-দূরান্ত শহর এলাকা থেকে এসে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে অনেকেই আবার পার্শ্ববর্তী কোন দেশ থেকে অভিবাসী হয়ে আসে। পৌর কর্তৃপক্ষ প্রতিদিন অন্তত তিন শতাধিক ভবঘুরে ও ভিক্ষুকদের পাকড়াও করে। সাদেকের উদ্ধৃতি দিয়ে মেহর বার্তা সংস্থা জানায়, মিউনিসিপালিটির আওতায় ঐসব ভিক্ষুক ও ভবঘুরেদেরকে রাজধানীর সড়ক থেকে পাকড়াও করে। সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয় প্রতিরাতে।

ভবঘুরে যাযাবর জীবন-যাপনকারী নারী ও শিশুসহ অন্যান্য ভিক্ষুকরা পর্যায়ক্রমে রাজধানীসহ বিশেষ করে ধর্মীয় শহর উত্তরাঞ্চলীয় মাশহাদ এলাকায় ছড়িয়ে পড়ে। এছাড়া বাস্তুহারা শিশু ও বয়স্করা শহরের বিভিন্ন এলাকায় ফুল কিংবা চুইংগামসহ নানা জিনিস ফেরি করে বেড়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।