আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিম তেহরানে আইআরজিসি'র সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণে ১৫ জন নিহত

ইরানের রাজধানী তেহরানের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। ইরানের রেভ্যুলুশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি'র একটি অস্ত্রের গুদামে আজ (শনিবার) এ বিস্ফোরণ ঘটে। তেহরান প্রদেশের পার্শ্ববর্তী আলবোর্য প্রদেশের মালার্দ শহরের নিকটবর্তী বিদগোনেহ গ্রামে আইআরজিসি'র ওই ঘাঁটিটি অবস্থিত। রেভ্যুলুশানির গার্ড বাহিনীর গণসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রামেযান শারিফ জানিয়েছেন, ওই বিস্ফোরণে ১৫ জন নিহত হওয়া ছাড়াও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। Click This Link তেহরানের শাহরিয়ার এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য হোসেইন গারুসি বলেছেন, ইরান সময় বেলা ১টা ৫ মিনিটে আইআরজিসি'র ঘাঁটিতে দু'টি বিস্ফোরণ ঘটেছে এবং এর শব্দ পার্শ্ববর্তী শহরগুলোতে শোনা গেছে। ঘটনা তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তেহরানের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সংঘটিত ওই বিস্ফোরণের ফলে পার্শ্ববতী ভবনগুলোর জানালার কাঁচ ভেঙ্গে গেছে। বিস্ফোরণের প্রচণ্ডতা এত বেশি ছিল যে, রাজধানী তেহরানের বেশির ভাগ এলাকা থেকে তা শোনা গেছে।#

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.