আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের পরমাণু নিরাপত্তা সম্মেলন কি প্রহসন! তেহরানে পরমাণু নিরাপত্তা সম্মেলন শুরু



সম্প্রতি ওয়াশিংটনে ৪৭ টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে দুদিনব্যাপী পরমাণু নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের আগে বেশ ঢাকঢোল পিটিয়ে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে নানা কথা বলা হয়েছিল কিন্তু সম্মেলনে দেখা গেল ইসরাইলের কাছে শত শত পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও তাদেরকে নিয়ে কোনো কথা বলা হলো না বা ইসরাইল এনপিটিতে স্বাক্ষরও করেনি। অন্যদিকে ইরান এনপিটিতে স্বাক্ষর করে তাদের নীতিমালার মধ্যে থেকে শান্তিপূর্ণ কাজে পরমাণু কর্মসূচী চালিয়ে যাচ্ছে - সেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সম্মেলনে নানা কথা হয়েছে। তো এসব কথার তীব্র সমালোচনা করেছে ব্রাজিল, চীন ও রাশিয়া। আর যুক্তরাষ্ট্র তো পৃথীবীর ইতিহাসে একমাত্র দেশ যারা আজ পরমাণু নিরস্ত্রীকরণের কথা বলছে, মানবতার কথা বলছে , বিশ্বের প্রতিটি প্রান্তে মোড়লগিরি ফলাচ্ছে তারা নিজে জাপানে পরমাণু বোমা ব্যবহার করে কি নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করেছে।তাদের সেই সম্মেলন আসলে কি তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এদিকে আজ থেকে তেহরানে দুদিনব্যাপী পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে সম্মেলন শুরু হয়েছে এবং তাতে বিশ্বের ৬০ দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছে। ইরান বলছে পরমাণু বিষয়ে তাদের এই সম্মেলনই যথার্থ ও সফল সম্মেলন হবে আর যুক্তরাষ্ট্রের ঐ সম্মেলন ছিল ----- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.