সরকার গঠিত গ্রামীন ব্যাংক কমিশনের চুড়ান্ত প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে জমা দিয়েছে কমিশন। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রী প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বলেন, কমিশনের সদস্য আজমালুন হোসেন কিউসি গত বুধবার তার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, সেটি কি কমিশনের না কিউসির মতামত তা যাচাই বাচাই করা হচ্ছে। আগামী দু'দিনের মধ্যে এই বিষয়টি পরিস্কার হবে।
উল্লেখ্য, কমিশনের চেয়ারম্যান মামুন উর রশিদ ঈদুল ফিতরের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।