আমাদের কথা খুঁজে নিন

   

আপনার এক্সপিতে পেন ড্রাইভকে Ram হিসেবে ব্যাবহার করুন


উইন্ডোজ সেভেন বা ভিস্তাতে পেন ড্রাইভকে RAM হিসেবে ব্যাবহার করা যায় কিন্তু আমার ডেস্কটপটির মধ্যে এক্সপি ব্যাবহার করি ওটার মধ্যে আমি পেনড্রাইভকে RAM হিসেবে ব্যাবহার করতে পারি না কি আর করা, আজ আবার একটু নেটে একটু ঘুরতেছিলাম হঠাত করেই দেখি eBoostr এর ফুল ভার্সন তাড়াহুরা করে ডাউন দিলাম, তারপর আমার ডেস্কটপে সেটআপ দিলাম কিন্তু একটু পড়েই মনটা খারাপ হয়ে গেল avast এটার ক্রেকটাকে ভাইরাস হিসেবে ধরল, পরে ভাবলাম দেখিতো ক্যাসপারস্কাই দিয়ে স্কেন করে নাহ ক্যাসপারস্কাই স্কেন করে কিছুই ডিটেক্ট করল না মনে একটু সাহস পেলাম avast ডিজেবল করে patch করলাম দেখি কাজ হয়েছে, হাঁ এবার আপনারাও পেন ড্রাইভকে Ram হিসেবে ব্যবহার করতে পারবেন, সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে , এবার ইনষ্টল করে রিষ্টার্ট করুন, এবার patch ফাইলটি ওপেন করুন এবার patch বাটনে ক্লিক করুন। এখন patch ফোল্ডারটির ভিতরে English user নামক ফোল্ডারের ভিতরের রেজিষ্ট্রি ফাইলটি ওপেন করুন ম্যাসেজ আসার পর ইযেস দিন, এবার ষ্টার্ট মেনু হতে eBoostr Control Panel এ ঢুকুন এবার বাম দিক থেকে তিন নাম্বার অপশনে যান এবার language – english সিলেক্ট করে দিন। আপনার পেন ড্রাইভ কম্পিউটারে প্রবেশ করান এবার add বাটনে প্রেস করে আপনার পেন ড্রাইভের লোকেশনটি দেখিয়ে দিন। এবার উপভোগ করুন দুর্দান্ত গত। পূর্ব প্রকাশিত এখানে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.