www.adityaanik.com
এখানে একটু দাঁড়াও
আদিত্য অনীক
এখানে একটু দাঁড়াও-
নরম জমিনে ঘাসের পালকে
মেঘের ছায়ায় গোধুলী আলোতে
এখানে মানুষ সবুজ
এখানে হৃদয় সবুজ
এখানে পতাকা সবুজ
নদীর পানিরা সবুজ
শেওলা শালিক সবুজ।
বানের পানির ধুসর শরীর
শাপলা পাতায় সবুজ
কচুরি পানার নীলাভ কুসুম
পাতার কোমলে সবুজ।
এখানে শিশুর নধর হাসিতে
মুখর উঠান সবুজ
শ্যামল মায়ের শাড়ীর আচল
মমতা আদরে সবুজ
এখানে চাষীর অতিথি উদার
মুখের কুশল সবুজ
কিশোর হাতের সুঠাম মুঠির
সহজ স্বপ্ন সবুজ
কিশোরী চোখের হাসির ঝিলিকে
উড়াল পাখিরা সবুজ।
এখানে একটু দাঁড়াও
ধুসর দুহাত সবুজে বাড়াও
তারপর যেখানে ইচ্ছা চলে যাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।