প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার দুপুরে ওই ভবন ধসে নিহত ১২১ পোশাক কর্মীর পরিবারের সদস্যদের এ সহায়তা দেন তিনি।
গত ১৬ মে সহায়তার প্রথম পর্যায়ে নিহত একশ’ শ্রমিকের পরিবারকে অর্থ সাহায্য দেয়া হয়েছিল।
অর্থ সহায়তা দেয়ার সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, নিহতদের প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাধ্য অনুসারে সাহায্য করা হবে।
এর আগে নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নৌমন্ত্রী শাহজাহান খান প্রধানমন্ত্রী কল্যাণ তহবিলের জন্য এক কোটি টাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।