রূপ নারানের কূলে
জেগে উঠিলাম
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ।
সমস্যায় সন্ত্রস্ত নয় বরং সমস্যা সমাধান করাই হোক মানব জীবনের ব্রত; অন্তত: তাই হওয়া উচিৎ। সমস্যাহীন জীবন তো মানবেতর প্রাণীর কিংবা ইডিয়ট শ্রেণীর মানুষেরই জন্য। জীবন প্রবাহই তো বহুমাত্রিক সমস্যার সমাহার।
বিশেষত: এ যান্ত্রিক যুগে জীবন সমস্যার মানচিত্র হচ্ছে ক্রমশ: জটিলতর।
... দাম্পত্য জীবন কি শুধুমাত্র সমঝোতার কারণেই টিকে থাকে? অন্তত: যে কটি দম্পতিকে ঘনিষ্ট পর্যবেক্ষনের সুযোগ পেয়েছি তাতে তো তাই মনে হয়। নির্ভেজাল সুখী, দুজনে-দুজনা দম্পতি বোধ হয় আমাদের রঙীন স্বপ্নেই সাঁতার কাটে।
আমার এক সময়কার ঘনিষ্ট বন্ধু প্রচন্ড ভালবেসেই সংসার পেতেছিল তার প্রেমিকার সাথে। বহু বছরের প্রেম।
আজ সময়ের ব্যবধানে দু'জনের দু'জনার প্রতি নানা সংশয়-অনুযোগ। সংসার এখন তাদের জন্য নরক যন্ত্রণা। জায়া ও পতি দুজনেই যদি হয় স্বাধীনচেতা, চরিত্রে submissive ভাব যদি কারোরই না থাকে তাহলেই বিপত্তি। অধুনা এই personality-র দ্বন্দ্বে, বেশীরভাগ ক্ষেত্রেই বিবাহিত জীবন হয়ে পড়ছে লোক দেখানো পাশাপাশি বসবাস। একই ছাদের নীচে কিংবা একই বিছানাতে শুয়েও কিংবা রুটিন শারীরিক লীলায় অংশগ্রহন করেও মানসিকভাবে দুজনের মাঝে ক্রমশ: বেড়ে ওঠে যোজন যোজন মাইল দূরত্ব।
হায়রে আধুনিকতা! হায়রে দাম্পত্য জীবন!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।