প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
০.
: বাহাদুর ভাই,কাইলকার ক্লাসটেস্টের সিলেবাস কি বড় খুব?
: রাইতের এখন বাজে এগারোটা। এখন সিলেবাস জিগাও?
: শেষ করণ যাইবো না?
: নিজে নিজে শেষ করতে পারবা না। বস। আমি বুঝায়া দিতাছি। আধাঘন্টায় হয়ে যাবে।
: আধাঘন্টা?তাইলে সকালেই পড়মু।
: আরে বস। বুঝাইয়া দিতাছি। সকালে তো ঘুম থেকেই উঠতারো না।
আমি বসি আর আড়চোখে তাকাই।
খুব মনোযোগ দিয়ে আমার রুমমেট আমাকে বোঝাচ্ছে আর আমি ভাবছি, গত ঈদে ওকে শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলাম কিভাবে?
১।
: ঐ তুই নাকি কবি হইছোস?কবিতা লিখস?
: ক্যান কি হইছে?
: আমার জন্য একটা কবিতা লিখবি।
: মেয়েদের জন্য কবিতা লিখা ঠিক না।
: আমার জন্য লিখবি। নইলে তোর মাথা ফাটায়া দিমু।
পরদিন একটা কবিতা তুলে দিলাম হাতে। সে জোরে জোরে পড়ে...
"আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ,
গত রাইতে স্বপ্ন দেখলাম
তুই আমার বৌ। "
আমি ততক্ষণে নিরাপদ দূরত্বে।
২।
: মামা,কি করস?
: ঠ্যাং উপরে তুইলা শুইয়া আছি মামা।
: প্রভার নতুন ভিডিওটা দেখছোস?
: না।
: করছস কি! তাড়াতাড়ি ডাউনলোড কর। দেখ,শালি আসলেই একটা .... !
: মামা, রিতু'র সাথে তোর অ্যাফেয়ার টা ভাঙলো ক্যান?
: আরে ঐটা একটা ব্যাকডেটেড মাইয়া।
: প্রভা খুব মর্ডান তাই না? এ সপ্তায় কয়বার গেছস হোটেলে?
: ধুর শালা। তোরে ফোন করাটাই ভুল হইছে।
৩।
: দোস্ত,একটা কুইশ্চেন,নূহের প্লাবনে এত পানি কৈত্থিকা আইলো আর গ্যালো কই?
: তুই কি কৈতে চাস?এসব মিছা?হালা,তুই একটা নাস্তিক। আমাগোরেও বানাইবার চাস?
: আরে আমি ফাইজলামি করলাম!
: ফাইজলামির খ্যাতা পুড়ি। কি ভাবস?তোর ঈমান নাই কিন্তু আমাদের ঈমানের জোস আছে।
আমি অবাক হয়ে চেয়েছিলাম আর ভাবছিলাম, এই জোসেই কি গণহারে মানুষ মেরে ফেলা যায়, সিরিজ বোমা হামলা হয়, পাথর মেরে মেরে জ্যান্ত মারা হয়?
৪।
এক্সকিউজ মি বস,ইউ হ্যাভ আ টেক্সট মেসেজ।
"তোকে দেখলে খুব খারাপ লাগে। খুব ইচ্ছে করে,কেমন আছিস জিজ্ঞেস করতে। কিন্তু যখন মনে হয় তুই আমার সাথে মজা করেছিস,তখন আর ইচ্ছে টা থাকে না। "
আমি মুচকি হাসি আর ততক্ষণে মেসেজ টা ডিলিট হয়ে যায়।
৫।
: তুই কালকে একটা জিন্স কিনবি?
: কেনো?
: কিনে এই ময়লা প্যান্ট টা নালায় ফেলবি। আর এটা কি টি শার্ট?এত ময়লা ক্যান?হাতের নখ ও তো কাটস নাই। খবিশের খবিশ।
আমি রুমে ফিরে আসি।
লকার খুলে কিনে রাখা প্যান্ট আর টিশার্ট গুলো গুনি। তিনটা প্যান্ট আর পাঁচটা টিশার্ট। এতগুলা কখন কিনেছিলাম?
৬।
: দোস্ত, মেয়েটার সাথে তোর রিলেশান টা আসলে কি রকম?
: জানি না।
: মানে কি?তোদের কি প্রেম হইছে?নাকি ফ্রেন্ডশীপ?না জুনিয়রিটি সিনিয়রিটি মেনে কথা বলিস?
: জানি না।
আনডিফাইন্ড।
আমি অবাক হয়ে আমার বন্ধুটির দিকে তাকাই। আনডিফাইন্ড রিলেশান কে বুঝতে চেষ্টা করি। বন্ধুটি কেবল শুকনো হাসে।
৭।
ঈদের পরদিন কোন এক চ্যানেলে বাংলা ছবি হচছিলো। নায়িকা নায়কের বুকে মাথা রেখে বলে..."আমাকে ছেড়ে কখনো যেও না...তাহলে যে আমি আর বাঁচবো না। "
রিমোটের লাল বোতাম চেপে দিলাম। কিন্তু টিভি বন্ধ হলো না। দেখলাম নায়িকা বলছে নায়ক টাকে..."তুমি সুইসাইড করো।
আমি শান্তি পাই। "
৮।
: আমার রুমে আসবা একটু?
: ক্যান?
: তোমাকে জড়িয়ে ধরবো।
: আর কিছু না?
: না।
: কেনো?
: জানি না।
৯।
: আমি কি তোর হাত টা ধরতে পারি?
সে হাত বাড়িয়ে দিলো।
: তুই কি বুঝতে পারছিস,কেন হাত ধরলাম?
সে মাথা নাড়ে।
: আমি তোকে অনেক আগ থেকেই ভালোবাসি।
সে চেয়ে থাকে।
আমার খুব ইচ্ছে করে তার দুই গাল একটু ছুঁয়ে দিতে। কিন্তু সে হাত ছাড়িয়ে দৌড় দেয়। তার বাচ্চা টা ঘুম থেকে জেগে উঠেছে।
১০।
:কিরে ঘুমাস নাই? কি লিখোস?
: কিছু না।
: দেখি। আরে এসব কি!
: আরে ধুর! ভুয়া সংলাপ বানাচ্ছি।
: হা হা হা। তবে শিরোনামটা ভালো লাগছে। অলিখিত রোজনামচার সংলাপেরা...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।