পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, `ইংল্যান্ড ও ভারতের বিরুদ্ধে টেস্ট চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমনি্ত্রত অতিথি হয়ে ভারতীয় জুয়াড়ি আন্নু ভাট উপস্থিত ছিলেন। এই বিষয়টির সুস্পষ্ট প্রমাণ তার কাছে আছে। কিন্তু সবার সামনে তা প্রকাশ করা যাবে না।'
করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লতিফ বলেন, ‘এ সকল প্রমাণ ফাঁস করলে পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি আরো ক্ষতিগ্রস্ত হবে।"
রশিদ লতিফ গেল সপ্তাহে পাকিস্তানি স্পিনার দানেশ কানেরিয়ার প্রতি পিসিবির আচরণে ক্ষুদ্ধ হয়ে জানিয়েছিলেন পিসিবি নিজেই ২০০৫-০৬ সেশনে ম্যাচ পাতানোকে পৃষ্ঠপোষকতা করে। ওই সময় ভারতের বিপক্ষে একটি সিরিজে বোর্ডটির আতিথ্য নিয়েছিল ভারতীয় এক জুয়াড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।