আমাদের কথা খুঁজে নিন

   

সালমানের অনুসারী ঐশ্বরিয়া!

সংবাদকর্মীদের সঙ্গে উদ্ধত আচরণের জন্য কুখ্যাতি আছে সালমান খানের। অন্যদিকে, বরাবরই সংবাদকর্মীদের সঙ্গে শান্ত ও পরিশীলিত আচরণ করে বাহবা পেয়েছেন সালমানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন এক ঐশ্বরিয়ার পরিচয় পাওয়া গেল। চলচ্চিত্রের আইটেম গানসংক্রান্ত এক প্রশ্ন শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন তিনি। তবে কি সাবেক প্রেমিক সালমানের পথ অনুসরণ করছেন সাবেক এ বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রী?

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে মাধুরী দীক্ষিতের ‘ঘাগড়া’ আইটেম গানের সাফল্যের পর সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘রাম-লীলা’ ছবির একটি আইটেম গানে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছেন ঐশ্বরিয়া। সংবাদকর্মীরা তাঁকে জিজ্ঞেস করেন, ইদানীং সিনিয়র অভিনেত্রীরা কেন শুধু আইটেম গানের প্রস্তাবই পাচ্ছেন। এক খবরে এমনটিই জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’। 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।