এনটিভির প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ টুইট করে জানিয়েছেন এই খবর। তরনের সাম্প্রতিক টুইট, “সপ্তাহান্তে ‘জয় হো’-এর আয়ের হিসাব: ভারতে ৭৮ কোটি ৯০ লাখ, বর্হিবিশ্বে ২২ কোটি ৩৮ লাখ; মোট ১০১ কোটি ২৮ লাখ রুপি। ”
২৪ জানুয়ারি মুক্তি পাওয়া ‘জয় হো’ প্রথমদিনে আয় করেছিল কেবল ১৭ কোটি রুপি। প্রথম দিনে আশানুরূপ ব্যবসা না করায় সিনেমাটির এখনকার আয়ের হিসাবে উল্লাস নেই সালমান শিবিরে। বরঞ্চ নিজের অভিনীত অন্য সিনেমাগুলোর তুলনায় ‘জয় হো’র আয় নিয়ে বেশ হতাশ ওই অভিনেতা।
এ বিষয়ে সালমান বলেন, “সিনেমাটি কত রুপি আয় করেছে তা অনেক বড় ব্যাপার। অর্থের পরিমাণ আমার জন্য মুখ্য না হলেও সিনেমার জনপ্রিয়তা বোঝা যায় ওখান থেকেই। যদি সিনেমাটি সফল না হয় তবে এতে অন্য কারও দোষ নেই। এর মূল দোষ আমার। ”
সালমান আরও বলেন, “আমরা ভিন্নস্বাদের একটি সিনেমা নির্মাণ করেছিলাম।
সিনেমাটিতে অ্যাকশনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু সামাজিক দিকও তুলে ধরা হয়েছে। এতকিছুর ও দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে আসতে ব্যর্থ হয়েছি আমরা। ”
ভারতীয় রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন দিক নিয়ে সাজানো হয়েছিল ‘জয় হো’ সিনেমাটি। ভারতীয় ‘আম আদমি পার্টি’র সঙ্গে সিনেমাটির কাহিনি মিলে যায় এমন গুজব ছড়িয়েছিল টিনসেলে। তাছাড়া সিনেমার নাম পরিবর্তন নিয়েও আলোচিত হয়েছিল সিনেমাটি।
সবকিছু মিলিয়েই মিডিয়াতে বহুল আলোচিত ছিল সালমানের ওই সিনেমা।
‘জয় হো’-এ প্রচারণায় এগিয়ে এসেছিলেন বলিউডি অভিনেতা আমির খানও। টুইটারে টুইট করে ভক্তদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এতকিছুর পরও প্রথম দিনের আয় সালমানের ‘এক থা টাইগার’ সিনেমাটির আয়কে টপকাতে পারেনি। আর এ নিয়েই আশাহত অভিনেতা সালমান।
সালমান বলেন, “আমরা ভিন্নধারার একটি সিনেমা নির্মাণ করেছি। আর তাই হয়তো ‘দাবাং’, ‘বডিগার্ড’ সিনেমাগুলির মতো দর্শকপ্রিয়তা পায়নি এটি। আমরা আসলেও বুঝতে পারছি না কোথায় কমতি রয়ে গেছে। ”
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, সালমান পরপর বলিউডকে উপহার দিয়েছেন ‘ওয়ান্টেড’, ‘বডিগার্ড, ‘দাবাং’ এবং ‘এক থা টাইগার’-এর মতো আলোচিত বেশ কিছু সিনেমা। এরপর পুরো ২০১৩ সাল জুড়ে অনুপস্থিত ছিলেন তিনি।
আর তাই ‘জয় হো’ নিয়ে উত্তেজনারও কমতি ছিল না দর্শক এবং সমালোচকদের মধ্যে।
তবে মুক্তির পরই সালমানভক্তদের বরাবরের মতো উৎসাহের দেখা মেলেনি সিনেমাহলগুলোতে। বক্স অফিসের হিসাব অনুযায়ী, সোহেল খান পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিন আয় করেছে মাত্র ১৭ কোটি রুপি।
সিনেমাটিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন নবাগতা অভিনেত্রী ডেইজি শাহ। আরও অভিনয় করেছেন টাবু এবং জেনেলিয়া ডি’সুজা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।