আমাদের কথা খুঁজে নিন

   

সালমানের পরিবর্তে অজয়

জি মিডিয়া ব্যুরো জানায়, ‘বিগ বস’ সিজন এইটের উপস্থাপনা করবেন না বলিউডি অভিনেতা সালমান। তার স্থানে প্রথমে রণবীর কাপুরকে উপস্থাপনার প্রস্তাব দেওয়া হলেও, সেটি ফিরিয়ে দেন তিনি। এরপর নির্মাতারা বেছে নিয়েছেন আরেক অভিনেতা অজয়কে।

তবে অজয় এ বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন। সম্প্রতি হাজার প্রশ্ন ঠেকাতে কিছুটা ঘুরিয়ে উত্তর দিয়েছেন তিনি।

অজয় বলেন, “আমি এখনও এ বিষয়ে কিছু জানি না। আমি এ কাজটি করতেও পারি আবার নাও করতে পারি। এ বিষয়ে এখনও নিশ্চিত নই। ”

অজয় আরও বলেন, “সালমান শোটি দারুণভাবে পরিচালনা করতেন। তার উপস্থাপনা উপভোগ করত সবাই।

আমি জানি না তার মতো ভালো করতে পারব কি না। ”

‘হাম দিল দে চুকে সনম’ এবং ‘লন্ডন ড্রিমস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান এবং অজয়। অজয়ের ‘সন অফ সর্দার’ সিনেমায়ও অতিথিশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সালমান। অজয়ের মতে, তারা দীর্ঘদিনের বন্ধু এবং তাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই।

অজয় বলেন, “আমি বিশ্বাস করি না অভিনেতারা কখনও বন্ধু হতে পারে না।

আমি, সালমান এবং সঞ্জয় দত্ত খুব ভালো বন্ধু। আগে প্রায়ই আমাদের দেখা হত। তবে সবারই ব্যস্ততা বেড়ে গেছে। কিন্তু তারপরও একে অপরের প্রয়োজনে পাশে থাকব আমরা। ”

নেদারল্যান্ডসভিত্তিক রিয়ালিটি শো ‘বিগ ব্রাদার’-এর অনুকরণে ২০০৬ সালে সনি টিভি প্রচার শুরু করে বিভিন্ন  অঙ্গনের তারকাদের অংশগ্রহণে রিয়ালিটি শো ‘বিগ বস’।

পরবর্তী ছয় বছরে অনুষ্ঠানটির সাতটি সিজন প্রচারিত হয়েছে; কাজ চলছে অষ্টম পর্বের।

অনুষ্ঠানটির সাত সিজনের মধ্যে তিনটিতে উপস্থাপক হিসেবে দেখা গেছে সালমানকে।

২০১০ সালে তৃতীয় সিজনের জন্য প্রথমবার ‘বিগ বস’ নির্মাতাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। পরে ষষ্ঠ এবং সপ্তম সিজনের উপস্থাপক হিসেবেও দেখা গেছে তাকে। সালমানের উপস্থাপনার সময়ই ভারতে জনপ্রিয়তা অর্জন করে অনুষ্ঠানটি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।