আমাদের কথা খুঁজে নিন

   

দরবেশের ফল



আদি কালের গল্প । অসুস্থ রাজকুমারীর সাথে গোপন দেখা করতে যাচ্ছেন তার প্রেমিকার সঙ্গে তার দরবেশের দেয়া কয়েকটি ফল । ফলগুলো নিয়ে রাজপ্রাসাদে প্রবেশের পথেই তাকে আটকালো দাররক্ষী। জানালো, তার কাছে যতগুলো ফল আছে তার অর্ধেক না দিলে যেতে দেওয়া হবে না । অগত্যা প্রেমিক ছেলেটি সে অনুযায়ী তার কাছে থাকা ফলের অর্ধেক দিয়ে দিলো রক্কী ।

কিন্তু সব কথা শোনার পর দাররক্ষীর দয়া হলো । ফটক পার হবার সঙ্গে সঙ্গেই সে একটি ফল ফিরিয়ে দিল ছেলেটাকে । একই ঘটনা ঘটলো দ্বিতীয় ও তৃতীয় ফটকে । প্রত্যেক বার প্রথমে সে হাতে থাকা ফলের অর্ধেক রক্কীকে দিল এবং পরে রক্কী তাকে একটি ফল ফেরত দিল । এভাবে সবশেষে প্রেমিকা রাজকুমারীর কাছে সে যখন পৌছালো, তখন তার হাতে তাকলো শুধু মাত্র দুটি ফুল ।

বলতে পারেন শুরুতে ছেলেটি কতটি ফল নিয়ে যাত্রা শুরু করেছিল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।