একজন দরবেশের সাথে দেখা
একজন আশেকের সংগে দেখা, তিনি কথা বলেন কম, ভাবেন:
বাক বাক্য, বাগ পংক্তি, আইলি কোথা থাকি
কোন কথা বলিবার আরো আছে বাকি
রাষ্ট্র করি দেবো সব, জীবন বাঁচার আনন্দ- জীবন সাধন- সরল, খটর -মটর বাদ, নখরামি সব নজরবন্দী, এইবার সিরাতুল মোস্তাকিন...
আমি থাকি তোমার হুকমতে, আমি চলি তোমার বিধান মত
সব প্রণীত, সব প্রণত, গাছেও জানি সেজদা করে,
বৃক্ষ তাহার নিজের মত, সাড়া শব্দে, পত্র নেড়ে, কিংবা দুলে বাতাস এলে
তোমার কাছে শোকর গুজার করে...
দৃশ্য যখন সৃষ্টি হলো, অদৃশ্যও তার ভেতরে
মরণ আর কিছুই নয়, পাঠশালায় এক ক্লাশ উঁচা, পুরোপুরি বালেগ হলাম বাতেনির অভ্যন্তর। ।
খারেজি দেহের ক্ষুধা বাতেনিরে খায়-
না বুঝা জগতে থাকি বড়োই অন্যায় । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।