সুখীমানুষ
গুনগুনিয়ে গান শুনিয়ে
গহন রাতে ভ্রমর করে গঞ্জনা,
আধেক ঘুমে আমি ঝুরি
চাঁদেরও বুঝি ঘুম ভেঙ্গেছে
জানালায় চাঁদ, বিছানায় আমি আনমনা।
পাশে আমার প্রিয়তমা বধু
ঘুমায় অঘোর ঘুম,
ও ঢুলুঢুলু চাঁদ, ও মিটিমিটি তারা
দিবে তো দাও তার কপোলে চুম।
ও ভ্রমর গান গেয়ে যাও খুশি যত
লাগুক নেশা ভালোলাগার তন্দ্রামত।
৫-৫-১০, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।