আমাদের কথা খুঁজে নিন

   

দূরদেশে প্রিয়া,পরবাসে নও // জাভেদ-আমিন

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে। জেনো তুমি,আমি হাটি এই পথে

দূরদেশে প্রিয়া,পরবাসে নও // জাভেদ-আমিন দূরদেশে প্রিয়া,পরবাসে নও, আত্মজা হয়েছো তুমি,আবছায়া নও ছোট ছোট বিষাদগুলো, চষে বেড়ায় মন পাথারে, রোজ আমি অফিস শেষে, মগ্ন হই ইথারে, তোমাকে একবার হ্যালো বলব বলে । রোজ আমি ঘুমিয়ে যাই স্বপ্ন লোকে, গল্প করে যাবো নীরবে। ঘুরেফিরে একই কথা সেলফোনে, তবু কথা চলে, নির্ঘুম,যেন স্পর্শের ভালবাসা, মাথা রেখে তোমার কোলে ।

খুনসুটি হারিয়ে যায়,এক পলকের দেখায়, তড়িতের যাতনায়,”কথা” বাকী থেকে যায় । কথা কি শেষ হবে তোমার সনে ? ফুরাবে কি ভালবাসা আলো আধারিতে ? ক’জনে পারে বলো,ক’জনে পারে ? তুমি আমি আর আমি তুমি,রয়ে যাব পরজনমে। তুমি ছাড়া ফ্যাকাশে কৃষ্ণচূড়া, দ্রোহে জ্বলা ফাগুনও চলে যায়, ঝড় ছাড়া বোশেখও আসে, কদমের কুড়ি বলে, আসবে তুমি ঘোর বরষায়। সব কাল ভুলে যাই,যখন ভাবি তোমার নয়নে অশ্রু আমি, আমার খুশি যত, আনমনে তোমার হাসি । দূরদেশে প্রিয়া,পরবাসে নও ।

বিঃদ্রঃ কবিতাটা আমিনুলের ভালবাসার প্রকাশ,ভালবাসা তাদেরই হোক,যারা ভালবাসতে জানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।