আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
গতরাতে যখন আটটা ছুঁইছুঁই সময় বিমানের চাকা হিথ্রো এয়ারপোর্টের রানওয়ে ছুঁয়ে দিল। ফিরে এলাম টানা এক মাসের ছুটি শেষে।
মিশ্র একটা অনুভূতি অনুভব করছি। মায়ের জন্য কষ্ট হচ্ছিল, এয়ারপোর্টের দরজার ফাঁক দিয়ে যখন কাদোঁ কাদোঁ চেহারা করে যখন বিদায় দিচ্ছিল, তখন খুব করে চেষ্টা করছিলাম যেন আমার চোখ থেকে পানি না পড়ে যায়।
তাহলে আম্মার কান্না আর থামানো যাবে না।
[গাঢ়]ব্লগের সবাই কেমন আছেন?[/গাঢ়] অনেকের সাথেই দেখা করার ইচ্ছে ছিল। কিন্তু আলসেমী আর আত্মীয়স্বজনদের দাবীর কাছে হার মানতে হয়েছে। শুধুমাত্র চারজন ব্লগার আর প্রাপ্তির সাথে দেখা হয়েছে। প্রাপ্তি যে কত পাকনা না দেখলে বিশ্বাস করা যায় না।
আর কালপুরুষ, রাগ ইমন, সারিয়া ও ঝড়ো হাওয়া কথা পড়ে কখনও হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।